Tejas Crash in Dubai

তেজস বিপর্যয়ের পরেও দুবাই এয়ার শো চলল কী করে! হতবাক মার্কিন বায়ুসেনাদল, প্রতিবাদে তুলে নিল নামও

শুক্রবার ছিল দুবাইয়ের এয়ার শো-র শেষ দিন। যোগদানকারী প্রতিটি দেশের সে দিন কোনও না কোনও প্রদর্শনের কথা ছিল। ভারতের পরে পালা ছিল আমেরিকার। তারা সেই অনুষ্ঠান বাতিল করে দিয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ০৯:৪৭
দুবাইয়ের এয়ার শো-তে ভারতীয় যুদ্ধবিমান তেজস ভেঙে পড়ায় মৃত্যু হয়েছে পাইলট উইং কমান্ডার নমন স্যালের।

দুবাইয়ের এয়ার শো-তে ভারতীয় যুদ্ধবিমান তেজস ভেঙে পড়ায় মৃত্যু হয়েছে পাইলট উইং কমান্ডার নমন স্যালের। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দুবাইয়ের এয়ার শো-তে ভেঙে পড়েছে ভারতীয় যুদ্ধবিমান তেজস। মৃত্যু হয়েছে পাইলট উইং কমান্ডার নমন স্যালের। কিন্তু তার পরেও সে দিনের অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়নি। এয়ার শো যেমন চলার তেমনই চলেছে। দর্শকদের উৎসাহেও ভাটা পড়েনি। দেখে অবাক মার্কিন বায়ুসেনাদল। প্রতিবাদে তারা সে দিনের চূড়ান্ত পারফরম্যান্স বাতিল করে দিয়েছে। ভারতীয় পাইলটের প্রতি শ্রদ্ধা জানিয়ে সমাজমাধ্যমে একটি বিবৃতিও দিয়েছেন আমেরিকার বায়ুসেনার পাইলট মেজর টেলর হিয়েস্টার।

Advertisement

শুক্রবার ছিল দুবাইয়ের এয়ার শো-র শেষ দিন। যোগদানকারী প্রতিটি দেশের সে দিন কোনও না কোনও প্রদর্শনের কথা ছিল। ভারতের পরে পালা ছিল আমেরিকার। কিন্তু শো চলাকালীন আচমকা ভেঙে পড়ে ভারতীয় যুদ্ধবিমান। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিয়োতে দেখা গিয়েছে সেই মর্মান্তিক ছবি। আকাশে কেরামতি দেখাতে দেখাতে হঠাৎ কাত হয়ে গিয়েছিল তেজস। এক বার পাইলট তা সোজা করেন। আবার উল্টে যায় বিমানটি। তার পর আর তা সোজা করা যায়নি। ধীরে ধীরে নীচের দিকে নামতে শুরু করেছিল তেজস। কিছু ক্ষণের মধ্যেই তা মাটিতে আছড়ে পড়ে এবং বিস্ফোরণে ছাই হয়ে যায়। এই মর্মান্তিক ঘটনার পরেও কী ভাবে এয়ার শো চলল, প্রশ্ন তুলেছেন মার্কিন পাইলট।

মেজর হিয়েস্টার জানিয়েছেন, এয়ার শো-র উদ্যোক্তাদের সিদ্ধান্তে তিনি হতবাক। সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘ঘটনার এক থেকে দু’ঘণ্টা পরে আমি অনুষ্ঠানস্থলে গিয়েছিলাম। ভেবেছিলাম, হয়তো জায়গাটা খালি থাকবে। কিন্তু তা ছিল না!’’ এর পরে তিনি লেখেন, ‘‘দুবাই এয়ার শো-র শেষ দিনে যুদ্ধবিমান প্রদর্শনীর সময় দুর্ঘটনায় ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার নমন স্যালের মৃত্যু হয়েছে। আমাদের দল সেই সময় নিজস্ব প্রদর্শনীর জন্য তৈরি হচ্ছিল। উদ্যোক্তারা নির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। ভারতীয় পাইলট, তাঁর সহকর্মী এবং পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের দল শেষ পারফরম্যান্স বাতিল করে দেয়।’’

মার্কিন পাইলটের অভিযোগ, এয়ার শো-র সঞ্চালক এমন একটা ঘটনার পরেও উৎসাহী ছিলেন। দর্শকদের মধ্যেও উত্তেজনায় খামতি ছিল না কোথাও। এমনকি, সমান উৎসাহে আয়োজক ও প্রদর্শনকারীদের অভিনন্দন জানিয়ে অনুষ্ঠান শেষ হয়েছে। তাঁর কথায়, ‘‘সবসময় বলা হয়, শো চলবেই। তা কখনও থেমে থাকবে না। তা ঠিকও। কিন্তু একটা কথা মনে রাখা দরকার, আপনি চলে যাওয়ার পরেও কেউ না কেউ একই কথা বলবেন।’’

শুক্রবার দুবাইয়ের স্থানীয় সময় দুপুর ২টো ৮ মিনিটে তেজস ভেঙে পড়ে। সোমবার নিহত পাইলটের দেহ নিয়ে আসা হয়েছিল হিমাচল প্রদেশে তাঁর বাড়িতে। সেখানে পূর্ণ সামরিক মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

Advertisement
আরও পড়ুন