Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ও-পারে আটক ৩ বিএসএফ, পরে মুক্ত

বিজিবি-র কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল ইফতেকার শামীম বিকেলে বলেন, ‘‘এই এলাকার সীমান্ত পিলারগুলি পদ্মার ভাঙনে মুছে গিয়েছে। ভোরে কুয়াশাও ছিল।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
ঢাকা শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৭ ০২:১৬
Share: Save:

সোমবার ভোরে কুয়াশার মধ্যে গরু পাচারকারীদের তাড়া করে বাংলাদেশে রাজশাহির কাছে সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েন বিএসএফের তিন সদস্য। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তাদের আটক করে সঙ্গে থাকা রাইফেল, গুলি, হাতবোমা, সিগন্যাল সেট ও টর্চ বাজেয়াপ্ত করে। ফাঁড়িতে নিয়ে গিয়ে তাঁদের জেরা করা হয়। বিকেলে ফ্ল্যাগ মিটিংয়ের পরে তাঁদের ফেরত পাঠানো হয়।

বিজিবি-র কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল ইফতেকার শামীম বিকেলে বলেন, ‘‘এই এলাকার সীমান্ত পিলারগুলি পদ্মার ভাঙনে মুছে গিয়েছে। ভোরে কুয়াশাও ছিল। তাই ভুল করে বিএসএফ সদস্যরা বাংলাদেশে ঢুকে পড়েন।’’ শামীমের কথায়, এর পরে রাজশাহিতে দু’পক্ষের কর্তাদের মধ্যে ফ্ল্যাগ মিটিংয়ের পরে বিকেলে তিন জওয়ানকে ছেড়ে দেওয়া হয়। এঁরা ৮৪ নম্বর ব্যাটেলিয়নের এসআই হরনাথ সিংহ ও দুই কনেস্টবল রাকেশ কুমার ও সন্তোষ কুমার।

এর আগে ২০০১-এ মেঘালয়ের ডাউকি এলাকায় সীমান্ত অতিক্রম করা বেশ কয়েক জন বিএসএফ জওয়ানকে গ্রামবাসীরা পিটিয়ে মেরেছিল। এ বার তেমন কিছু ঘটেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bangladesh BSF BBG বিএসএফ
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE