Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Bangladesh news

ফিল্মে তাঁর ফোন নম্বর কেন? ৫০ লক্ষ টাকার মামলা রাজমিস্ত্রির

হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শম্পা জাহানের আদালতে রবিবার দায়ের করা হয় মামলাটি।

ছবির নায়ক শাকিব খান এবং মামলাকারী ইজাজুল (ডানদিকে)। ছবি: সংগ্রহ।

ছবির নায়ক শাকিব খান এবং মামলাকারী ইজাজুল (ডানদিকে)। ছবি: সংগ্রহ।

নিজস্ব সংবাদদাতা
ঢাকা শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৭ ২০:০৬
Share: Save:

শনির দশা কাটছেই না নায়ক শাকিব খানের।

এবার গোলমাল বেঁধেছে একটি মোবাইল নম্বরে। অনুমতি না নিয়ে নম্বরটি সিনেমায় ব্যবহার করায় মামলা ঠুকে দেওয়া হল বাংলাদেশের জনপ্রিয় এই নায়কের বিরুদ্ধে। ৫০ লক্ষ টাকার মানহানির মামলাটি দায়ের করেছেন ইজাজুল নামে এক রাজমিস্ত্রি।

হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শম্পা জাহানের আদালতে রবিবার দায়ের করা হয় মামলাটি। গত ঈদে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘রাজনীতি’ ছবিটি মুক্তি পায়। ছবির একটি দৃশ্যে না জেনে ইজাজুলের ফোন নম্বর ব্যবহার করে ফেলেন পরিচালক। এর পরই ওই গ্রামীনফোন নম্বরে একের পর এক কল আসতে শুরু করে ইজাজুলের মোবাইলে। খেসারত হিসেবে চাকরিও খোয়াতে হয় তাঁকে। এখন কাজ না পেয়ে আর্থিক সংকটে ভুগছেন বলে ইজাজুল দাবি করেন। তাই ৫০ লক্ষ টাকার মানহানির মামলা করেছেন তিনি।

আরও পড়ুন: হাসিনাকে হত্যার চেষ্টা মামলায় ১১ জনের ২০ বছর কারাদণ্ডের নির্দেশ আদালতের

মামলায় শাকিব খানের পাশাপাশি অভিযুক্ত করা হয়েছে ছবির পরিচালক বুলবুল বিশ্বাস ও প্রযোজক আশফাক আহমেদকেও।

নির্মাতা বুলবুল বিশ্বাস বলেন, ‘মামলার কথা শুনেছি, এখনও কিছু জানি না। এ বিষয়ে আমাদের আইনজীবী যা ব্যবস্থা নেওয়ার নেবেন।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE