Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Explosion

সিলেটে জঙ্গি আস্তানায় বিস্ফোরণ, নিহত ৬

সিলেটের জঙ্গি আস্তানার কাছে দু’দফা বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। ওই বিষ্ফোরণে নিহত হয়েছেন দুই পুলিশ কর্মী-সহ মোট ৬ জন। আহত হয়েছেন ৪০ জনেরও বেশি। তাঁদের কয়েক জনের অবস্থা বেশ আশঙ্কাজনক।

নিজস্ব সংবাদদাতা
ঢাকা শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৭ ০০:০০
Share: Save:

সিলেটের জঙ্গি আস্তানার কাছে দু’দফা বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। ওই বিষ্ফোরণে নিহত হয়েছেন দুই পুলিশ কর্মী-সহ মোট ৬ জন। আহত হয়েছেন ৪০ জনেরও বেশি। তাঁদের কয়েক জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। আহতেরা সিলেটের ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে কয়েক জন পুলিশ কর্মীও রয়েছেন। সিলেটের দক্ষিণ সুরমার জঙ্গি আস্তানা ‘আতিয়া মহল’ ঘিরে অভিযান চলাকালীন শনিবার সন্ধ্যা এবং রাতে দু’দফায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

সিলেটে সেনাবাহিনীর নেতৃত্বে ‘অপারেশন টোয়াইলাইট’ নিয়ে এ দিন সন্ধ্যা সাড়ে ছ’টার দিকে সেনাবাহিনীর তরফে ব্রিফিং করা হয়। ব্রিফিং শেষ হওয়ার কয়েক মিনিট পরেই পৌনে সাতটা নাগাদ বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় বেশ কয়েক জন আহত হন। রাত ৮ টা নাগাদ আগের বিষ্ফোরণস্থলের কাছে পূর্ব পাঠানতলা মসজিদ এলাকায় আর একটি বিস্ফোরণের ঘটনা ঘটে।

শনিবার রাত দুটো নাগাদ জালালাবাদ থানার ওসি আখতার হোসেন জানিয়েছেন, বিস্ফোরণে আহত ওই থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম মারা গিয়েছেন। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলিগের উপ পরিবেশ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফাহিম নিহত হয়েছেন এই বিস্ফোরণে। তাঁর মৃত্যুর বিষয়টি জানিয়েছেন সিলেট জেলা ছাত্রলিগের সহ সভাপতি রাশেদুল ইসলাম। আর এক জন নিহত পুলিশ কর্মকর্তা সিলেট মহানগর পুলিশের পরিদর্শক চৌধুরী মো. আবু ফয়সাল। ঘটনায় নিহত ওয়াহিদুল ইসলাম অপু মদনমোহন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

জঙ্গি আস্তানার কাছে বোমা বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন র‌্যাবের গোয়েন্দা শাখার ডিরেক্টরকে লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ। আহত আজাদকে স্থানীয় সময় রাত সাড়ে ১০টা নাগাদ এয়ার অ্যাম্বুল্যান্সে করে ঢাকায় পাঠানো হয়। শনিবার সন্ধ্যায় পাঠানপাড়ায় বিস্ফোরণে আহত ওই ডিরেক্টরকে সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে কয়েক দফা অস্ত্রোপচারের পর মধ্য রাতে ঢাকায় আনা হয়। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে আজাদ চিকিৎসাধীন বলে র‌্যাবের মিডিয়া ডিরেক্টর মুফতি মাহমুদ খান জানিয়েছেন।

আরও পড়ুন: লন্ডনের খুনি একা ছিল না, দাবি পুলিশের

দু’দফা বিস্ফোরণে আহতদের মধ্যে সাধারণ নাগরিক শিরিন মিঞাঁ, দক্ষিণ সুরমা থানার এএসআই জনিলাল দে আশঙ্কাজনক অবস্থায় ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। আহত ৪০ জনও এখানেই চিকিত্সাধীন। ওসমানি হাসপাতালের ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল মো. রুহুল আমিন জানিয়েছেন, বিস্ফোরণের ওই ঘটনার পর হাসপাতালের সকল কর্মীর ছুটি বাতিল করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sylhet Terrorist Camp
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE