Advertisement
২০ এপ্রিল ২০২৪

চার রাজাকারকে মৃত্যুদণ্ড

রাজনগরে গণহত্যার দায়ে ৪ আসামিকে মৃত্যুদণ্ড ও অপহরণ করে দুই ব্যক্তিকে নির্যাতন ও খুনের ঘটনায় আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।

সংবাদ সংস্থা
ঢাকা শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৮ ০৩:০৬
Share: Save:

একাত্তরে মৌলভিবাজারের রাজনগরে খুন, গণহত্যা ও ধর্ষণে যুক্ত থাকার দায়ে চার রাজাকারকে ফাঁসির সাজা শোনাল আদালত। মঙ্গলবার ১৬০ পৃষ্ঠার রায় প্রকাশ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন সদস্যের বেঞ্চ। রাজনগরে গণহত্যার দায়ে ৪ আসামিকে মৃত্যুদণ্ড ও অপহরণ করে দুই ব্যক্তিকে নির্যাতন ও খুনের ঘটনায় আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।

একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের বিরোধিতায় রাজনগর এলাকায় ৫৯টি খুন, ছ’টি ধর্ষণ ও ৮১ বাড়িতে লুঠ ও আগুন লাগানোর অভিযোগ ছিল ৭৯ বছরের আকমল তালুকদার, ৬৬ বছরের আব্দুন নূর তালুকদার ওরফে লাল মিয়াঁ, ৮০ বছরের আনিছ মিয়াঁ ও ৬৭ বছরের আব্দুল মোছাব্বির মিয়াঁর বিরুদ্ধে। মুক্তিযোদ্ধা সন্দেহে দু’জনকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুনের অভিযোগও ছিল। এ দিন আদালতে শুধু আকমলই হাজির ছিল। বাকিরা পলাতক। গ্রেফতার করে সাজা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের আইজিকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bangladesh Razakar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE