Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ফেনীতে খালেদা জিয়ার কনভয়ে হামলা

শনিবার বিকালে চোদ্দগ্রাম পেরিয়ে ফেনী জেলার সীমানার শুরুতে মহম্মদ আলি বাজারে এই হামলা হয়। জায়গাটি ফেনী জেলা শহরের ৬-৭ কিলোমিটার আগে।

এ ভাবেই হামলা হল গাড়ির উপর। ছবি: সংগৃহীত।

এ ভাবেই হামলা হল গাড়ির উপর। ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
ঢাকা শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৭ ১৮:৩৮
Share: Save:

রোহিঙ্গাদের দেখতে চট্টগ্রাম যাওয়ার পথে ফেনীতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কনভয়ে হামলার ঘটনা ঘটেছে। কনভয়ে অন্য গাড়িতে থাকা সাংবাদিকের বেশ কয়েক জন ঘটনায় আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে তাঁদের গাড়ি ও ক্যামেরা।

শনিবার বিকালে চোদ্দগ্রাম পেরিয়ে ফেনী জেলার সীমানার শুরুতে মহম্মদ আলি বাজারে এই হামলা হয়। জায়গাটি ফেনী জেলা শহরের ৬-৭ কিলোমিটার আগে।

খালেদা জিয়ার গাড়ি পেরিয়ে যাওয়ার পর একদল যুবক ওই হামলা চালায়। এই ঘটনায় বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সাংবাদিক পরিচয় দেওয়ার পরেও কয়েক জন গণমাধ্যমকর্মী মারধরের শিকার হন।

আরও পড়ুন: সৌদি আরবের এই হবু নাগরিক মানুষ নয়!

এ ছাড়া বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পর বিকাল ৫টার দিকে খালেদা জিয়া ফেনী জেলা শহরের পৌঁছেছেন বলে তাঁর সঙ্গে থাকা বিএনপি নেতারা জানিয়েছেন।

বিকাল পৌনে ৫টার দিকে বিএনপি চেয়ারপার্সনের গাড়ি-সহ কনভয়ের ৩০টির মতো গাড়ি মহম্মদ আলি বাজার অতিক্রমের পর পরই ১৫-২০ যুবক লাঠিসোঁটা নিয়ে সড়কে উঠে আসে। তাদের রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE