Advertisement
১৯ এপ্রিল ২০২৪
International news

ঢাকার কাছে মৈত্রী এক্সপ্রেসের ধাক্কায় দুমড়ে গেল গাড়ি, মৃত পাঁচ

ঢাকা থেকে ছেড়ে আসা কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেট কার। মর্মান্তিক এই ঘটনায় গাড়ির পাঁচ আরোহীরই মৃত্যু হয়েছে। ঢাকার কাছেই গাজিপুরের কালিয়াকৈরে রেলপথের সোনাখালি ক্রসিংয়ে রবিবার সকালে এই ঘটনা ঘটে।

মৈত্রী এক্সপ্রেস। —নিজস্ব চিত্র।

মৈত্রী এক্সপ্রেস। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৭ ১৩:১২
Share: Save:

ঢাকা থেকে ছেড়ে আসা কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেট কার। মর্মান্তিক এই ঘটনায় গাড়ির পাঁচ আরোহীরই মৃত্যু হয়েছে। ঢাকার কাছেই গাজিপুরের কালিয়াকৈরে রেলপথের সোনাখালি ক্রসিংয়ে রবিবার সকালে এই ঘটনা ঘটে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত ওসি আবদুল মোতালেব জানিয়েছেন, বেলা সওয়া দশটা নাগাদ ঢাকা থেকে ছেড়ে আসা কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেন সোনাখালী ক্রসিং পার হচ্ছিল। এ সময় ক্রসিং পার হতে থাকা একটি প্রাইভেট কারকে ট্রেনটি ধাক্কা দিয়ে ২০০ ফুট সামনে নিয়ে যায়। গাড়ির ভিতরে চালক-সহ পাঁচ জন ছিলেন। সকলেই মারা যান।

জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার মহঃ শহিদুল ইসলাম জানান, প্রাইভেটকারকে ধাক্কা দেওয়ার সময় মৈত্রী এক্সপ্রেস টেনের চারটি চাকা লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল এবং ময়মনসিংহের পথে ট্রেন চলাচল তিন ঘণ্টা বন্ধ থাকে। রেলের কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকাজ এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে দুর্ঘটনাস্থলে দ্রুত পুলিশ মোতায়েন করা হয়। তবে দুর্ঘটনার আড়াই ঘণ্টার মধ্যেই পরিস্থিতি সামলে নিয়ে ট্রেনটিকে ফের কলকাতার উদ্দেশে রওনা করে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালিয়াকৈরের গোয়ালবাথান এলাকা দিয়ে যাচ্ছিল মৈত্রী এক্সপ্রেস। গোয়ালবাথান রেলক্রসিংয়ে আসার ঠিক আগমুহূর্তে হুড়োহুড়ি করে রেললাইনে উঠে পড়ে প্রাইভেটকারটি। তখনই প্রবল বেগে ধাক্কা মারে ছুটে আসা ট্রেন। নিহতদের মধ্যে গাড়ির চালক ছাড়া বাকি চার জন একই পরিবারের সদস্য।

আরও পড়ুন: ‘ভরসার’ রাজনাথ, জেটলিই বিঁধলেন মমতাকে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Train accident Bangladesh Maitree Express
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE