Advertisement
২৪ এপ্রিল ২০২৪

রেমিট্যান্স নিয়ে ভুল তথ্য, ধরালেন শ্রিংলা

সম্প্রতি একটি ভুল তথ্য হোয়াট্‌সঅ্যাপ ও ফেসবুকে ছড়িয়েছে— যে সব দেশ থেকে ভারতে রেমিট্যান্স হিসেবে সব চেয়ে বেশি বিদেশি মুদ্রা আসে, সেই তালিকার চতুর্থ বাংলাদেশ

ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

নিজস্ব সংবাদদাতা
ঢাকা শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৮ ০৪:০১
Share: Save:

ভুল খবরটা সোশ্যাল মিডিয়াতে খুবই ছড়াচ্ছিল। তার পরে বাণিজ্য মেলার উদ্বোধনে নিজের বক্তৃতায় বাংলাদেশের শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআই-এর সভাপতি সেটাই তথ্য হিসাবে তুলে ধরলেন। মঞ্চে উপস্থিত ভারতের হাই কমিশনার সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন— এটা ভুল তথ্য। ভিত্তিহীন।

সম্প্রতি একটি ভুল তথ্য হোয়াট্‌সঅ্যাপ ও ফেসবুকে ছড়িয়েছে— যে সব দেশ থেকে ভারতে রেমিট্যান্স হিসেবে সব চেয়ে বেশি বিদেশি মুদ্রা আসে, সেই তালিকার চতুর্থ বাংলাদেশ। ভারতীয় কর্মীরা বিদেশে চাকরি করে যে অর্থ দেশে পাঠান, সেটাই রেমিট্যান্স। বাংলাদেশে এত ভারতীয় কাজ করেন না যে, বিপুল পরিমাণ রেমিট্যান্স তাঁরা দেশে পাঠান। কিন্তু এই ভুল তথ্য দিয়ে একটি মহল প্রচার করছে যে বাংলাদেশ থেকে প্রচুর বিদেশি মুদ্রা ভারতে চলে যাচ্ছে। বুধবার ঢাকায় বাণিজ্য মেলার অনুষ্ঠানে এফবিসিসিআই-য়ের সভাপতি মহম্মদ শাফিউল ইসলাম মহিউদ্দিন অবশ্য এই তথ্যকেই দু’দেশের বাণিজ্য সম্পর্কের উষ্ণতার নিদর্শন হিসেবে হাজির করেন।

অনুষ্ঠানে হাজির ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ‘‘মহিউদ্দিন রেমিট্যান্সের বিষয়ে যে তথ্য দিয়েছেন তা সম্পূর্ণ ভুল। আমি জানি না কোথা থেকে তিনি এই তথ্য পেয়েছেন। এ বিষয়ে তাঁর কাছে প্রামাণ্য কোনও তথ্য থাকলে তিনি যেন ভারতীয় হাই কমিশনকে দেন।’’

সম্প্রতি একটি ওয়েবসাইটে এই ভুল তথ্যটি প্রকাশ করা হয়েছে। তাদের দাবি আন্তর্জাতিক সংস্থা পিউ রিসার্চ সেন্টারের ২০১৬-র রিপোর্ট থেকে তারা এই তথ্য পেয়েছে। কিন্তু ভারতের বিদেশ মন্ত্রকের এক সূত্র জানিয়েছেন, তাঁরা পিউ রিসার্চ সেন্টারের ২০১৬-র রিপোর্ট খতিয়ে দেখে এমন কোনও তথ্য পাননি। ভারতে সব চেয়ে বেশি রেমিট্যান্স আসে যে ১০টি দেশ থেকে, তার মধ্যে বাংলাদেশের নামই নেই। সংযুক্ত আরব আমিরশাহি, আমেরিকা, সৌদি আরব, কুয়েত, কাতার, ব্রিটেন, ওমান, নেপাল, কানাডা ও অস্ট্রেলিয়ার নাম রয়েছে এই তালিকায়। বরং যে সব দেশ থেকে বাংলাদেশে সব চেয়ে বেশি রেমিট্যান্স যায়, সেই তালিকায় সবার ওপরে রয়েছে ভারত। তার পরে স্থান সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, কুয়েত, ব্রিটেন, আমেরিকা, কাতার এবং ওমানের।

কিন্তু ভুল তথ্য ছড়িয়ে সোশ্যাল সাইটে ভারত-বিরোধী প্রচার করা হচ্ছে। দাবি করা হচ্ছে, বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা ভারতে চলে যাচ্ছে। এফবিসিসিআই-এর সভাপতি অবশ্য ইতিবাচক হিসেবেই তথ্যটি তুলে ধরেছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Remittance Harsh Vardhan Shringla Bangladesh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE