Advertisement
১৯ এপ্রিল ২০২৪

খালেদার জন্য দু’ঘণ্টা অনশন!

সোমবার মানববন্ধনের পরে বুধবার অনশন পালন করলেন দলের নেতাকর্মীরা। কিন্তু তার মেয়াদ দু’ঘণ্টা, সকাল ১০টা থেকে ১২টা! 

নিজস্ব সংবাদদাতা
ঢাকা শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৮ ০৪:৫৫
Share: Save:

অনাথালয়ের জন্য আসা কয়েক কোটি টাকার বিদেশি অর্থসাহায্য তছরুপের মামলায় শাস্তি পেয়ে জেলে রয়েছেন নেত্রী খালেদা জিয়া। তাঁর মুক্তির জন্য আন্দোলনে নেমেছে তাঁর দল বিএনপি। সোমবার মানববন্ধনের পরে বুধবার অনশন পালন করলেন দলের নেতাকর্মীরা। কিন্তু তার মেয়াদ দু’ঘণ্টা, সকাল ১০টা থেকে ১২টা!
অনশন চলাকালীন বক্তৃতা দিয়ে দলের নেতারা ঘোষণা করলেন— এই কর্মসূচিতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাঁরা ক্ষমতাচ্যুত করে ছাড়বেন। নেত্রী সাত মাস আগে জেলে ঢোকার পরে, তাঁর দলের এ হেন আন্দোলনে হাসাহাসি পড়েছে বাংলাদেশে। তাঁর জেলে আদালত বসানো হলেও, আর একটি দুর্নীতির মামলায় খালেদা বুধবার হাজিরা দেননি। আগের দিন আদালতে এসে তিনি জানান, পা ফুলে যাবে বলে তিনি আসবেন না। এ দিন বিচারক তাঁর আইনজীবীদের বলেন, খালেদার গরহাজিরাতেও শুনানি চালানো যায় কি না, তাঁরা ভেবে দেখুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Khaleda Zia Hunger Strike
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE