Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Bangladesh News

বাংলাদেশে আরও দুই রাজাকারের মৃত্যুদণ্ড ঘোষণা

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আরও দুই রাজাকারের ফাঁসির নির্দেশ দিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। এই দুজন হলেন কিশোরগঞ্জের সৈয়দ মহঃ হুসেন ও মহঃ মোসলেম প্রধান।

সৈয়দ মহম্মদ হুসেন ও মহম্মদ মোসলেম প্রধান। ছবি: সংগৃহীত।

সৈয়দ মহম্মদ হুসেন ও মহম্মদ মোসলেম প্রধান। ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৭ ১৬:০৯
Share: Save:

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আরও দুই রাজাকারের ফাঁসির নির্দেশ দিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। এই দুজন হলেন কিশোরগঞ্জের সৈয়দ মহঃ হুসেন ও মহঃ মোসলেম প্রধান।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ, বুধবার, দুপুরে এই মৃত্যুদণ্ডাদেশ ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন বিচারপতি মহঃ শাহীনুর ইসলাম ও বিচারপতি মহঃ সোহরাওয়ারদী।
গত ৭ মার্চ এ দুজনের বিরুদ্ধে মামলাক শুনানি শেষ হয়। মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রেখেছিলেন ট্রাইব্যুনাল। দুই আসামির মধ্য মহঃ মোসলেম প্রধান ধরা পড়েছেন। অন্য জন পলাতক।
আদালতে রাষ্ট্রপক্ষের ছিলেন প্রসিকিউটর তুরিন আফরোজ। আসামিদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবদুস সাত্তার পালোয়ান।

আরও পড়ুন: হাসিনার হাতে তুলে দেওয়া হল বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর রেপ্লিকা

২০১৫ সালের ২৯ ডিসেম্বর এ দুজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ। পরে গত বছরের ৯ মে এ দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু করেন ট্রাইব্যুনাল।
দুজনের বিরুদ্ধেই হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ-সহ মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগ আনা হয়।
সৈয়দ মহঃ হুসেন মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কিশোরগঞ্জের তাড়াইল থানার রাজাকার কমান্ডার পলাতক সৈয়দ মহঃ হুসেন আলির ভাই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE