Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Bangladesh News

বাংলাদেশে পুলিশের জালে নব্য জেএমবি-র দুই প্রধান

পুলিশের নজরবন্দি হয়ে পড়েছে নব্য জেএমবি-র দুই প্রধান। যে কোন মুহূর্তে তারা গ্রেফতার হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
ঢাকা শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৬ ১৬:২০
Share: Save:

পুলিশের নজরবন্দি হয়ে পড়েছে নব্য জেএমবি-র দুই প্রধান। যে কোন মুহূর্তে তারা গ্রেফতার হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রবিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গতকালের আত্মঘাতী জঙ্গির গ্রেনেডে আহত সাবিনাকে দেখতে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানেই তিনি সাংবাদিকদের বলেন, নব্য জেএমবির দুই প্রধান জিয়া ও মারজানের মত চিহ্নিত জঙ্গিরা ধরা পড়তে চলেছে শিগগিরই।

অন্য দিকে ঢাকা মহানগর পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া আলাদা ভাবে আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, “সব জঙ্গি নেটওয়ার্কই পুলিশ চিহ্নিত করে ফেলেছে। জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে, চলবে। এটি ধারাবাহিক কাজের অংশ।” জঙ্গি দমনে পুলিশ একশো ভাগ সফল দাবি করেন তিনি বলেন, ঢাকার উত্তরা দক্ষিণখানের আশকোনায় সূর্যভিলা নামে বাড়িতে জঙ্গি অভিযান তাদের ধারাবাহিক পরিকল্পনারই অংশ। এখানে জঙ্গিদের কাছ থেকে যে সব অস্ত্র বা গোলাবারুদ পাওয়া গেছে তা লোকালি তাদের কাছে এসেছে। কিছু অস্ত্র-গোলাবারুদ বাহির থেকেও এসেছে। তবে এ সব অস্ত্রের উৎস ঠিক কোথায় তা এখনও তদন্তাধীন, জানান পুলিশ কমিশনার।

আরও খবর: ফের সন্ত্রস্ত ঢাকা, এ বার হানা মহিলা মানববোমার

নারী জঙ্গিদের প্রসঙ্গ উঠলে আছাদুজ্জামান মিয়া বলেন, “নারী জঙ্গির সন্ধান আমরা আগেও পেয়েছি, এটা প্রথম নয়। নারী জঙ্গিরা জঙ্গি পরিবারেরই সদস্য। এখানে পুরুষ ও নারী সবাই জঙ্গি কার্যক্রমে মোটিভেট হতে পারে।”
আরেক আলোচিত জঙ্গি মুছা প্রসঙ্গে তিনি বলেন, “মুছা বাংলাদেশেই আত্মগোপন করে আছে। সে আমাদের জঙ্গি ও সন্ত্রাসী তালিকাভুক্ত আসামি। জেএমবির তালিকাভুক্ত সদস্য। তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Neo JMB Bangladesh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE