ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ঢাকা সফরে এসে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করুন, চায় না ঢাকা। সরকারি ভাবে তারা এ বিষয়ে কিছু না বললেও শাসক আওয়ামি লিগের নেতা-মন্ত্রী এবং প্রশাসনের কর্তাদের মতে, এর ফলে বাংলাদেশের মানুষের কাছে ভাল বার্তা যাবে না।
দু’দিনের সফরে রবিবার ঢাকায় পৌঁছচ্ছেন সুষমা। ভারতের অর্থসহায়তায় নির্মিত ১৫টি প্রকল্পের শিলান্যাস করার কথা তাঁর। সোমবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসবেন সুষমা। পূর্ব ও দক্ষিণ এশিয়ায় প্রভাব বাড়ানোর কৌশল হিসাবে চিন বাংলাদেশে বিপুল বিনিয়োগ করছে, যা নিয়ে কিছুটা কপালে ভাঁজ দিল্লির। এই পরিস্থিতিতে মাস খানেক আগেই ঢাকা ঘুরে গিয়েছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। তার পরেই সুষমার এই সফরে দু’পক্ষের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে মনে করছে ঢাকা ও দিল্লি। কিন্তু বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে তাঁর বৈঠকে খুশি নয় শেখ হাসিনা প্রশাসন।
আওয়ামি লিগের এক বর্ষীয়ান মন্ত্রীর কথায়, ‘‘ভারত-বিরোধী রাজনীতি করেন খালেদা। এখন বিরোধী নেত্রীও তিনি নন। এর আগে ঢাকা সফরে আসা রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সময় নিয়েও তিনি দেখা করতে যাননি। এর পরে সুষমা তাঁর সঙ্গে দেখা করবেন কেন?’’ বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের এক কর্তার কথায়, ‘‘চিকিৎসার নামে লন্ডনে বসে আইএসআইয়ের সাহায্যে চোরাপথে ক্ষমতা দখলের চক্রান্ত চালিয়েছেন খালেদা। সে বিষয়ে গোয়েন্দারা সরকারকে সবিস্তার রিপোর্ট দিয়েছে। দিল্লিও তা জানে। তার পরেও সুষমাজি তাঁর সঙ্গে বৈঠক করলে ভুল বার্তা যাবে।’’