পূর্নেন্দু পত্রীর কবিতার মতোই সিনেমা ‘সত্ত্বা’কে ঘিরে পাওলি দামের স্বপ্নটাও সাত রঙে রাঙানো। এই ছবিই বাংলাদেশে তার অভিনীত প্রথম ছবি। সেই ছবির সেন্সর বোর্ডের ছাড়পত্র মিলেছে কোন ছাঁটকাট ছাড়াই। পরিচালক হাসিবুর রহমান কল্লোল খবরটা জানিয়েছেন আনন্দবাজার পত্রিকাকে।
ছবিটিতে কলকাতার নায়িকা পাওলি দামের বিপরীতে আছেন ঢাকাই চলচ্চিত্রের কিং শাকিব খান। চলতি বছরের মার্চ-এপ্রিল মাসেই ছবিটি মুক্তির ইচ্ছা পরিচালকের।
মঙ্গলবার সকালে ছাড়পত্রের খবরে আনন্দিত কল্লোল আনন্দবাজারকে বললেন, ‘ খুব ভাল লাগছে, কারণ অনেক সময় নিয়ে আমি ছবিটি তৈরি করেছি। সেন্সর বোর্ড ছবিটি গত বৃহস্পতিবার দেখেছে, ছবিটির প্রশংসাও করছে। আমি চেয়েছিলাম এমন একটি ছবি নিয়ে আসতে যাতে দর্শকরা নতুন কিছু পান। আমি মনে করি দর্শক নিরাশ হবেন না।’