Advertisement
১৭ এপ্রিল ২০২৪

এ বার অসংগঠিত শ্রমিকদের কাজের খোঁজ দিতে উদ্যোগ

নিয়োগ সংস্থাগুলির নজরে এ বার ছুতোর, রং মিস্ত্রি, রাজমিস্ত্রি ও অন্যান্য অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরাও। নিয়োগকারী ও কর্মীদের মধ্যে সংযোগের অভাব দূর করতে এ বার প্রযুক্তিকে হাতিয়ার করেছে মহীন্দ্রা গোষ্ঠীর সংস্থা টেক মহীন্দ্রা। মোবাইল ফোনেই এখন চাকরির খোঁজ পাবেন শ্রমিকেরা।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০১৬ ০১:৩৯
Share: Save:

নিয়োগ সংস্থাগুলির নজরে এ বার ছুতোর, রং মিস্ত্রি, রাজমিস্ত্রি ও অন্যান্য অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরাও। নিয়োগকারী ও কর্মীদের মধ্যে সংযোগের অভাব দূর করতে এ বার প্রযুক্তিকে হাতিয়ার করেছে মহীন্দ্রা গোষ্ঠীর সংস্থা টেক মহীন্দ্রা। মোবাইল ফোনেই এখন চাকরির খোঁজ পাবেন শ্রমিকেরা। উপযুক্ত কর্মী পেয়ে যাবেন নিয়োগকর্তাও। যোগাযোগের এই মাধ্যম হিসেবে ‘সরল রোজগার ’ কার্ড বাজারে এনেছে টেক মহীন্দ্রা, যেটি শ্রমিকের পরিচিতি তুলে ধরবে।

‘এমপ্লয়মেন্ট অ্যান্ড আনএমপ্লয়মেন্ট সার্ভে ২০১১-১২’র তথ্য বলছে, অসংগঠিত ক্ষেত্রে পশ্চিমবঙ্গেই সবচেয়ে বেশি শ্রমিক। বেকারত্ব ৭.৮%। সংস্থার অন্যতম কর্তা ময়ূখ দাশগুপ্তের দাবি, ইতিমধ্যেই এ রাজ্যে গ্রাহক সংখ্যা ৫০ হাজার। প্রসঙ্গত, ভারতে ৫০ কোটি কর্মীর মধ্যে ৮৬% অসংগঠিত ক্ষেত্রের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE