কয়লা খননের জন্য বেসরকারি ক্ষেত্রের দরজা চলতি বছরেই খুলে দিতে চায় কেন্দ্র। এ নিয়ে এখনই সময়সীমা বেঁধে না-দিলেও অদূর ভবিষ্যতেই বাণিজ্যিক ভিত্তিতে খয়লা খননে বেসরকারি সংস্থাকে সামিল করতে জোরদার তৎপরতা শুরু করে দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। সেই কারণেই, নিলামের মাধ্যমে বেসরকারি সংস্থার হাতে খনি তুলে দেওয়া হবে বাণিজ্যিক ভাবে খনন শুরুর জন্য। দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে সম্প্রতি এই ইঙ্গিতই দেন কয়লা ও বিদ্যুৎমন্ত্রী পীযূষ গয়াল।
খনি হাতে পেলে তা থেকে কয়লা তোলা ও বিক্রির অধিকার পাবে বেসরকারি সংস্থা। এ ব্যাপারে ডিসেম্বরেই অর্ডিন্যান্স জারি করে কেন্দ্র, যাতে সায় দিয়েছেন রাষ্ট্রপতিও। তবে যে-সব খনি সরাসরি বিদ্যুৎ, সিমেন্ট, ইস্পাতের মতো শিল্পে সরাসরি কয়লা জোগাচ্ছে, সেগুলির বণ্টনকেই অগ্রাধিকার দেবে কেন্দ্র। প্রাথমিক ভাবে তাদেরই নিলামে সামিল করে খনি হাতে দিতে দরপত্র চেয়েছে কেন্দ্র। তবে সার্বিক ভাবে কেন্দ্রের লক্ষ্য দেশে কয়লা উৎপাদন বাড়িয়ে আমদানির উপর রাশ টানা।
বিদ্যুৎ শিল্পই যেহেতু অগ্রাধিকার পাবে, তাই গৌতম আদানি-র আদানি গোষ্ঠী এবং জিভিকে প্রথম দফাতেই তাদের দরপত্র দেবে বলে শিল্পমহল সূত্রের খবর। কারণ, প্রয়োজন মতো কয়লা জোগানের অভাবে তাদের উৎপাদন অনেক সময়েই ব্যাহত হচ্ছে বলে অভিযোগ।