Advertisement
২৩ এপ্রিল ২০২৪

গাড়ির দূষণ পরীক্ষায় জিএসটি ১৮ শতাংশ

এএআর-এর মতে, অর্থের বিনিময়ে ওই পরিষেবা দেওয়া হয়। তাই পরিষেবায় যে হারে জিএসটি বসে, এ ক্ষেত্রেও তা প্রযোজ্য হবে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৮ ০২:১৪
Share: Save:

গাড়ির দূষণ পরীক্ষার সার্টিফিকেট পেতে মালিককে ১৮% হারে জিএসটি দিতে হবে বলে জানাল অথরিটি ফর অ্যা়ডভান্স রুলিং (এএআর)। মঙ্গলবার বেঙ্কটেশ অটোমোবাইলসের আর্জির ভিত্তিতে এ কথা স্পষ্ট করেছে এএআর-এর গোয়া বেঞ্চ। তাদের মতে, অর্থের বিনিময়ে পলিউশন আন্ডার কন্ট্রোল (পিইউসি) সার্টিফিকেট পাওয়া যায়, তাই তাতে জিএসটি বসবে।

উল্লেখ্য, রাস্তায় চলার জন্য সমস্ত গা়ড়িরই পিইউসি সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। রাজ্যগুলির হয়ে গাড়ির দূষণ নির্দিষ্ট মাত্রার মধ্যে আছে কি না, তা পরীক্ষা করে মালিককে সার্টিফিকেট দেয় বিভিন্ন সংস্থা। এএআর-এর মতে, অর্থের বিনিময়ে ওই পরিষেবা দেওয়া হয়। তাই পরিষেবায় যে হারে জিএসটি বসে, এ ক্ষেত্রেও তা প্রযোজ্য হবে।

পশ্চিমবঙ্গে এখন এই জিএসটি নেওয়া হয় না। তবে নির্দেশিকা এলে তা নেওয়া হবে। এ দিনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে গাড়ি সংস্থাগুলির সংগঠন সিয়াম। তাদের এক কর্তা বলেন, এটা ভাল পদক্ষেপ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

GST Pollution Vehicle
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE