Advertisement
২০ এপ্রিল ২০২৪
Aadhar

ভাবনা আধার সেবা কেন্দ্রের

পাসপোর্ট সেবা কেন্দ্রের আদলে দেশের ৫৩টি শহরে আধার সেবা কেন্দ্র চালু করার কথা ভাবছেন আধার কর্তৃপক্ষ (ইউআইডিএআই)। ব্যাঙ্ক, ডাকঘর ও সরকারি দফতরের পাশাপাশি ওই কেন্দ্রগুলি পরিচালনা করবে ইউআইডিএআই। 

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৮ ০৩:১৬
Share: Save:

পাসপোর্ট সেবা কেন্দ্রের আদলে দেশের ৫৩টি শহরে আধার সেবা কেন্দ্র চালু করার কথা ভাবছেন আধার কর্তৃপক্ষ (ইউআইডিএআই)। ব্যাঙ্ক, ডাকঘর ও সরকারি দফতরের পাশাপাশি ওই কেন্দ্রগুলি পরিচালনা করবে ইউআইডিএআই।

সংস্থা সূত্রের খবর, মেট্রো শহরে চারটি ও অন্য শহরে দু’টি করে এই কেন্দ্র চালু করা হবে। এ জন্য খরচ ধরা হয়েছে ৩০০ থেকে ৪০০ কোটি টাকা। সেখানে পরিষেবা পাওয়ার জন্য আগাম নাম লেখানোর সুযোগ মিলবে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, আগামী এপ্রিলের মধ্যেই চালু হবে কেন্দ্রগুলি।

পরিসংখ্যান বলছে, দেশে রোজ গড়ে প্রায় এক লক্ষ মানুষ আধারের জন্য নাম নথিভুক্ত করেন। আর ঠিকানা, মোবাইল নম্বরের মতো নানা তথ্য সংশোধন বা যুক্ত করার কাজ সারেন করেন প্রায় চার লক্ষ। শুরুতে কেন্দ্রীয় জনগণনা দফতরের অধীনে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি এ রাজ্যে আধার নথিভুক্তি কেন্দ্র খোলার জন্য বেসরকারি সংস্থাকে নিয়োগ করত। তারপর সেই নিয়োগের দায়িত্বভার যায় ইউআইডিএআইয়ের হাতে।

কিন্তু প্রয়োজনের চেয়ে সেই সব কেন্দ্রের সংখ্যা কম হওয়া এবং অনেক জায়গাতেই পরিষেবা জন্য ইউআইডিএআইয়ের বেঁধে দেওয়া অঙ্কের চেয়ে বেআইনি ভাবে বাড়তি টাকা চাওয়ার অভিযোগ উঠেছিল। এর পরে বেসরকারি কেন্দ্র বন্ধ করে দিয়ে ব্যাঙ্ক, ডাকঘর ও সরকারি দফতরে আধার কেন্দ্র খোলা হয়। ইউআইডিএআই সূত্রের খবর, এখন গোটা দেশে এমন প্রায় ৩০ হাজার আধার কেন্দ্র চালু রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Aadhar UIDAI Aadhar Seva Kendra
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE