Advertisement
২৫ এপ্রিল ২০২৪
National News

৭৫ লক্ষ টাকার বেশি গৃহঋণে ১৫ জুন থেকে সুদ কমাচ্ছে স্টেট ব্যাঙ্ক

বাড়ি বা ফ্ল্যাট কিনতে ৭৫ লক্ষ টাকার বেশি ঋণ নিলে ১৫ জুন থেকে তার সুদের হার কমবে। কোনও চাকরি করা মহিলা সেই ঋণ নিলে তাঁর সুদের হার হবে ৮.৫৫ শতাংশ। আর বাকিদের সুদ দিতে হবে ৮.৬০ শতাংশ হারে।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৯ জুন ২০১৭ ১৯:১৪
Share: Save:

বড় অঙ্কের গৃহঋণে সুদের হার কমালো স্টেট ব্যাঙ্ক (এসবিআই)। ওই ঋণ আরও সস্তা হল।

বাড়ি বা ফ্ল্যাট কিনতে ৭৫ লক্ষ টাকার বেশি ঋণ নিলে ১৫ জুন থেকে তার সুদের হার কমবে। কোনও চাকরি করা মহিলা সেই ঋণ নিলে তাঁর সুদের হার হবে ৮.৫৫ শতাংশ। আর বাকিদের সুদ দিতে হবে ৮.৬০ শতাংশ হারে। এর ফলে বেশি টাকার গৃহঋণ নিতে উৎসাহ বাড়বে বলেই ব্যাঙ্ক কর্তৃপক্ষের আশা।

আরও পড়ুন- প্যান কার্ড, আয়কর রিটার্নে বাধ্যতামূলক নয় আধার: সুপ্রিম কোর্ট

এসবিআইয়ের চেয়ারম্যান অরুন্ধতী ভট্টাচার্য বুধবার ওই সুদের হার কমানোর কথা জানিয়ে বলেছেন, ‘‘এর ফলে বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্পে ব্যাঙ্ক আরও বেশি বিনিয়োগ করতে পারবে, ঋণগ্রহীতা ও মোট ঋণের পরিমাণ বেড়ে যাবে বলে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE