Advertisement
১৬ এপ্রিল ২০২৪
অ্যারামকোর পরে রত্নগিরিতে লগ্নিতে আগ্রহী আমিরশাহির সংস্থা
ADNOC

দেশে আবু ধাবির তেল দৈত্যও

তেলের বিপুল চাহিদার বাজার ভারত যে তাদের পাখির চোখ, সে কথা অনেক আগেই স্পষ্ট করে বলেছে সৌদি অ্যারামকো। পুরোদস্তুর শাখা খুলেছে এ দেশে।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ মে ২০১৮ ০৩:৩৪
Share: Save:

সৌদি আরবের তেল বহুজাতিক অ্যারামকোর পরে এ বার ভারতের বাজারে পা রাখতে চায় পশ্চিম এশিয়ার আর এক তেল দৈত্য। সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (এডিএনওসি)। মহারাষ্ট্রে প্রস্তাবিত শোধনাগার ও পেট্রোকেম প্রকল্পে টাকা ঢালতে চায় তারা।

তেলের বিপুল চাহিদার বাজার ভারত যে তাদের পাখির চোখ, সে কথা অনেক আগেই স্পষ্ট করে বলেছে সৌদি অ্যারামকো। পুরোদস্তুর শাখা খুলেছে এ দেশে। মহারাষ্ট্রের রত্নগিরি জেলায় শোধনাগার ও পেট্রোকেম প্রকল্পে ৫০% অংশীদারি নিতে প্রাথমিক চুক্তিও সই করেছে তারা। সেই সময়েই বিশ্বের অন্যতম বৃহৎ এই তেল বহুজাতিকটি জানিয়েছিল, নিজেদের শেয়ারের কিছুটা অংশ অন্য কয়েকটি সংস্থাকে দিতে পারে তারা। সংশ্লিষ্ট সূত্রে খবর, রবিবার আরব আমিরশাহিতে এডিএনওসি-কে তা বিক্রির চুক্তি সারতে পারে অ্যারামকো। দুই সংস্থার কর্ণধারের পাশাপাশি সেখানে উপস্থিত থাকার কথা তেল মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানেরও।

অ্যারামকোর দাবি, আগামী দিনে ভারতে আরও বিনিয়োগ করতে চায় তারা। পা রাখতে আগ্রহী তেল বিক্রির খুচরো ব্যবসাতেও (পাম্প)। সংশ্লিষ্ট মহলের অনেকে বলছেন, বিশ্বে তৃতীয় বৃহত্তম তেলের বাজার ভারতে আগামী দিনে একই ভাবে বিনিয়োগ বাড়ানোর কথা ভাবতে পারে এডিএনওসি-ও। শোনা যাচ্ছে, অশোধিত তেল কেনার প্রতিশ্রুতি দিলে, প্রথামিক ভাবে এই প্রকল্পে টাকা ঢালতে আগ্রহী কুয়েতও।

সৌদি অ্যারামকো

• সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সংস্থা।

• অশোধিত তেল উৎপাদন ও শোধনে বিশ্বের অন্যতম বৃহৎ সংস্থা।

• বছরে ব্যবসার অঙ্ক ৩৭,৮০০ কোটি ডলার (প্রায় ২৪ লক্ষ ৫৭ হাজার কোটি টাকা)।

• মোট শেয়ার মূল্যের বিচারে সম্ভবত পৃথিবীতে সবচেয়ে দামি।

• সারা বিশ্ব জুড়ে ব্যবসা। কর্মী সংখ্যা ৬৫ হাজারের বেশি।

• সারা দুনিয়ায় তোলা প্রতি আট ব্যারেল অশোধিত তেলের মধ্যে এক ব্যারেল আসে এদের ভাঁড়ার থেকে।

• দিনে গড় অশোধিত তেল উত্তোলন ১ কোটি ৫ লক্ষ ব্যারেল।

• সঙ্গে ভাঁড়ারে মজুত ২৯.৮৭ কোটি ঘন ফুট প্রাকৃতিক গ্যাসও।

• আমেরিকা, ব্রিটেন, সিঙ্গাপুর, চিন, মিশর, জাপান, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়ার পরে ভারতেও পুরোদস্তুর শাখা খুলেছে তারা।

এডিএনওসি

• সংযুক্ত আরব আমিরশাহির সরকারি সংস্থা।

• পুরো নাম আবু ধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি।

• অশোধিত তেল উৎপাদন ও শোধনে বিশ্বে প্রথম পনেরোয়।

• দিনে তেল তোলে ৩০ লক্ষ ব্যারেল।

• সঙ্গে তেল শোধন, তেল-গ্যাসের পাম্পের ব্যবসাও।

• ২০১৪ সালেই ব্যবসার অঙ্ক ছিল ৬,০০০ কোটি ডলার। কর্মী সংখ্যা ৫৫ হাজারের থেকে বেশি।

এ দেশে নিশানা

• মহারাষ্ট্রের রত্নগিরিতে ২.৮ লক্ষ কোটি টাকা বিনিয়োগে দেশের বৃহত্তম তেল শোধনাগার ও পেট্রো-রসায়ন কেন্দ্র গড়তে চায় কেন্দ্র। সেখানেই ৫০% অংশীদারি নিতে প্রাথমিক চুক্তি করেছে অ্যারামকো।

• এ বার তাদের সেই শেয়ারের একাংশ এডিএনওসি নিতে চলেছে বলেই সংশ্লিষ্ট সূত্রে খবর।

অতিরিক্ত আমদানি নির্ভরতা কমাতে পাঁচ বছরের মধ্যে মহারাষ্ট্রের রত্নগিরি জেলায় রাজাপুরের কাছে বাবুলওয়াড়িতে দেশের বৃহত্তম তেল শোধনাগার ও পেট্রো-রসায়ন কেন্দ্র গড়ার পরিকল্পনার কথা ইতিমধ্যেই ঘোষণা করেছে কেন্দ্র। সেখানে সম্ভাব্য বিনিয়োগের অঙ্ক ২ লক্ষ ৮৬ হাজার কোটি টাকা। যৌথ ভাবে তা তৈরি করবে রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্তান পেট্রোলিয়াম। দিনে ১২ লক্ষ ব্যারেল শোধন ক্ষমতার এই শোধনাগারেই অর্ধেক অংশীদারি নিতে আগ্রহ দেখিয়েছিল সৌদি আরবের তেল দৈত্য। পরে চুক্তি সই করেছিল সেই অনুসারে। নিজেদের শেয়ারের কিছুটা অন্য কোনও সংস্থাকে দেওয়ার রাস্তাও খুলে রেখেছিল অ্যারামকো। সংশ্লিষ্ট সূত্রের খবর অনুযায়ী, সেই পথ ধরেই সম্ভবত ভারতের বাজারে ঢুকে পড়তে চলেছে আমিরশাহির সংস্থা।

বিশ্বে জ্বালানি তেলের চাহিদা সবচেয়ে দ্রুত বাড়ছে ভারতে। টেক্কা দিচ্ছে চিনকেও। এই লোভনীয় বাজার ধরতে তাই শোধনাগারে অংশীদারি নেওয়ার পাশাপাশি পেট্রোল পাম্প খোলার কথাও ভাবছে অ্যারামকো। এখন পেট্রোল-ডিজেলের দর বাজারের হাতে ছেড়ে দিয়েছে কেন্দ্র। সেই সুবিধা নিয়ে এ দেশে পাম্প খুলতে আগ্রহী বিপি, রজনেফ্টের মতো বহুজাতিক। সেই দৌড়ে যে অ্যারামকোও রয়েছে, তা তাদের কথায় স্পষ্ট। আমিরশাহির সংস্থাটিও আগামী দিনে সেই পথে হাঁটবে কি না, তার উত্তর দেবে সময়ই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE