Advertisement
২০ এপ্রিল ২০২৪

ওভারটাইমের নির্দেশ নিয়ে ক্ষোভ এয়ার ইন্ডিয়ায়

নির্দিষ্ট সময় ডিউটির পরেও যাঁরা কাজ করেছিলেন, তাঁদের ওভার-টাইম পাওয়ার কথা। পেয়েওছিলেন।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৮ ০২:২৮
Share: Save:

নির্দিষ্ট সময় ডিউটির পরেও যাঁরা কাজ করেছিলেন, তাঁদের ওভার-টাইম পাওয়ার কথা। পেয়েওছিলেন। ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত— আড়াই বছরে কারও খাতায় জমা পড়েছে ২০ হাজার টাকা, কারও আবার সাড়ে সাত লক্ষ টাকাও। আচমকাই এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছেন, সেই টাকা বেতন থেকে কেটে নেওয়া হবে!

কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটির পাইলটেরা। তাদের সংগঠন ইন্ডিয়ান কমার্শিয়াল পাইলট অ্যাসোসিয়েশন প্রতিবাদ জানিয়ে এয়ার ইন্ডিয়ার সিএমডি প্রদীপ সিংহ খারোলাকে চিঠি দিয়েছে। সংগঠনের অভিযোগ, তাদের সঙ্গে কথা না বলেই সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। এক পাইলটের কথায়, ‘‘এখন কারও বেতন থেকে পাঁচ লক্ষ বা সাত লক্ষ টাকা কেটে নিলে, তাঁর কী অবস্থা হবে তা সহজেই অনুমেয়।’’

মরিয়া হয়ে খরচ কমানোর চেষ্টা করছে লোকসানে চলা এয়ার ইন্ডিয়া। এর মধ্যে মূলধন জোগাতে কেন্দ্র আবার ২,০০০ কোটি টাকার অনুদান ঘোষণা করেছে। জুনের পর থেকেই কর্মীদের ওভারটাইম বন্ধ করেছে সংস্থা। তা বন্ধ হয়েছে পাইলটদের ক্ষেত্রেও। তাঁদের অভিযোগ, ২০১৬ সালে বিমান মন্ত্রকই জানিয়েছিল পাইলটদের ক্ষেত্রে ওই আড়াই বছর ওভারটাইম দিতে হবে। পাইলটদের দাবি, সিদ্ধান্ত সম্পূর্ণ বেআইনি ও সংস্থা তা থেকে না সরলে তাঁরাও কঠোর সিদ্ধান্ত নেবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Employee Angry Air India Notice Overtime
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE