Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Business News

জিওকে টেক্কা দিতে মাত্র ৯৩ টাকায় নতুন অফার এয়ারসেলের

এ বার সেই খাতায় নাম লেখাল এয়ারসেল। আনল আকর্ষণীয় দুর্দান্ত অফার। কী কী সুবিধা থাকছে এই অফারে? দেখে নেওয়া যাক এক নজরে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৭ ১১:৫৬
Share: Save:
০১ ০৯
লড়াইয়ের ময়দানে কেউ এক চুল জমি ছাড়তে নারাজ। রিলায়্যান্স জিও-র সঙ্গে পাল্লা দিতে একের পর এক কম দামের অফার বাজারে আনছে অন্য টেলিকম সংস্থাগুলি। এ বার সেই খাতায় নাম লেখাল এয়ারসেল। আনল আকর্ষণীয় দুর্দান্ত অফার। কী কী সুবিধা থাকছে এই অফারে? দেখে নেওয়া যাক এক নজরে।

লড়াইয়ের ময়দানে কেউ এক চুল জমি ছাড়তে নারাজ। রিলায়্যান্স জিও-র সঙ্গে পাল্লা দিতে একের পর এক কম দামের অফার বাজারে আনছে অন্য টেলিকম সংস্থাগুলি। এ বার সেই খাতায় নাম লেখাল এয়ারসেল। আনল আকর্ষণীয় দুর্দান্ত অফার। কী কী সুবিধা থাকছে এই অফারে? দেখে নেওয়া যাক এক নজরে।

০২ ০৯
এয়ারসেলের নতুন এই ট্যারিফটির দাম মাত্র ৯৩ টাকা।

এয়ারসেলের নতুন এই ট্যারিফটির দাম মাত্র ৯৩ টাকা।

০৩ ০৯
এতে ৭০ টাকার টক টাইম পাওয়া যাবে।

এতে ৭০ টাকার টক টাইম পাওয়া যাবে।

০৪ ০৯
৯৩ টাকার এই রিচার্জে এসটিডি ও লোকাল কল মিলবে ২০ পয়সা প্রতি মিনিটে।

৯৩ টাকার এই রিচার্জে এসটিডি ও লোকাল কল মিলবে ২০ পয়সা প্রতি মিনিটে।

০৫ ০৯
সঙ্গে পাওয়া যাবে ২৫০ এমবি ডেটা। যার বৈধতা থাকবে ১ মাস পর্যন্ত।

সঙ্গে পাওয়া যাবে ২৫০ এমবি ডেটা। যার বৈধতা থাকবে ১ মাস পর্যন্ত।

০৬ ০৯
এছাড়াও ৫০টি লোকাল ও ন্যাশনাল এসএমএস পাওয়া যাবে এই রিচার্জে। এসএমএস-এর বৈধতা থাকবে ৩৬৫ দিন।

এছাড়াও ৫০টি লোকাল ও ন্যাশনাল এসএমএস পাওয়া যাবে এই রিচার্জে। এসএমএস-এর বৈধতা থাকবে ৩৬৫ দিন।

০৭ ০৯
এই অফার ছাড়াও ১৭৫ টাকায় ৩০ দিন এবং ৩৪৯ টাকায় ৮৪ দিনের দু’টি অফার রয়েছে এয়ারসেলের।

এই অফার ছাড়াও ১৭৫ টাকায় ৩০ দিন এবং ৩৪৯ টাকায় ৮৪ দিনের দু’টি অফার রয়েছে এয়ারসেলের।

০৮ ০৯
দু’টি অফারেই রয়েছে যত খুশি কলিংয়ের সুবিধা। ১০০টি ফ্রি এসএমএস এবং প্রতিদিন ১ জিবি করে ফ্রি ডেটা।

দু’টি অফারেই রয়েছে যত খুশি কলিংয়ের সুবিধা। ১০০টি ফ্রি এসএমএস এবং প্রতিদিন ১ জিবি করে ফ্রি ডেটা।

০৯ ০৯
জিও-তে এই অফারটি পাওয়া যাচ্ছে ৩৯৯ টাকায়। যার বৈধতা ৭০ দিনের।

জিও-তে এই অফারটি পাওয়া যাচ্ছে ৩৯৯ টাকায়। যার বৈধতা ৭০ দিনের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE