Advertisement
২৪ এপ্রিল ২০২৪

সুপারিশেই সমস্যা, তোপ সুব্রহ্মণ্যনের

বুধবার সংসদের এস্টিমেট কমিটির সামনে হাজিরা দেন সুব্রহ্মণ্যন। বিজেপি সাংসদ মুরলীমনোহর জোশীর নেতৃত্বাধীন কমিটির সামনে অনুৎপাদক সম্পদ সম্পর্কে নিজের মতামত জানান।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১২ জুলাই ২০১৮ ০৩:০১
Share: Save:

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির অনুৎপাদক সম্পদের বহর যে জায়গায় পৌঁছেছে, তাতে দু’এক বছরের মধ্যে সমাধান অসম্ভব বলে জানিয়ে দিলেন বিদায়ী মুখ্য আর্থিক উপদেষ্টা অরবিন্দ সুব্রহ্মণ্যন। একই সঙ্গে তাঁর দাবি, যে সব বড় ঋণ পরে আর আদায় করা যায়নি, তার অনেকগুলিই দেওয়া হয়েছিল সুপারিশের ভিত্তিতে।

বুধবার সংসদের এস্টিমেট কমিটির সামনে হাজিরা দেন সুব্রহ্মণ্যন। বিজেপি সাংসদ মুরলীমনোহর জোশীর নেতৃত্বাধীন কমিটির সামনে অনুৎপাদক সম্পদ সম্পর্কে নিজের মতামত জানান। সূত্রের খবর, সেখানেই সুপারিশের কথা বলেছেন তিনি। তবে কে বা কারা সেই সুপারিশ করেছিলেন, সে সম্পর্কে কমিটিকে কিছু বলেননি। তবে তাঁর মতে, ঋণ দেওয়াকে কেন্দ্র করে ব্যাঙ্ক আধিকারিকদের মধ্যে এখন ভীতির বাতাবরণ তৈরি হয়েছে। অনুৎপাদক সম্পদের সমস্যা চিহ্নিত করার জন্য রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনের প্রশংসাও করেছেন সুব্রহ্মণ্যন। অনাদায়ি ঋণ সংক্রান্ত তদন্তগুলি কোন জায়গায় রয়েছে তা জানানোর জন্য কমিটির সামনে হাজিরা দেওয়ার কথা সিবিআই এবং ইডির ডিরেক্টরদেরও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Arvind Subramanian Chief Economic Adviser
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE