Advertisement
২০ এপ্রিল ২০২৪

ফ্যানে কর কমানোর দাবি শিল্পের

ফ্যানের উপরে জিএসটির হার আরও এক দফা কমিয়ে ১২% করার দাবি তুলল ইন্ডিয়ান ফ্যান ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (আইএফএমএ)।

নিজস্ব সংবাদদাতা 
শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৮ ০২:১০
Share: Save:

ফ্যানের উপরে জিএসটির হার আরও এক দফা কমিয়ে ১২% করার দাবি তুলল ইন্ডিয়ান ফ্যান ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (আইএফএমএ)। বৃহস্পতিবার সংগঠনটির বার্ষিক সাধারণ সভার পরে ভাইস চেয়ারম্যান অতুল জৈনের দাবি, কর কমলে বাজার দখল বাড়াতে সুবিধা হবে সংস্থাগুলির। উল্লেখ্য, এখন ফ্যানের জিএসটি ১৮%।

জিএসটি চালুর আগে ফ্যানে সব মিলিয়ে কর চাপত ২৫%। কিন্তু তা কার্যকর হওয়ার পরে এসির মতোই ফ্যানের উপরেও প্রথমে ২৮% কর স্থির হয়। তার পর তা কমে হয় ১৮%। আইএফএমএ-র বক্তব্য, এই হারও যথেষ্ট বেশি। কর কমলে ফ্যান আরও কিছুটা সস্তা হবে। বাড়বে চাহিদা ও বাজার। অতুল জানিয়েছেন, ফ্যানের জিএসটি কমানোর জন্য কয়েক মাস আগেই আবেদন জানিয়েছেন তাঁরা।

সংগঠন সূত্রের খবর, ২০১৭-১৮ সালে ৫.৪৪ কোটি ফ্যান তৈরি করেছিল তাদের সদস্য সংগঠিত ক্ষেত্রের নামী সংস্থাগুলি। ছোট ও অসংগঠিত ক্ষেত্রের সংস্থাগুলি তৈরি করেছিল আরও ২ কোটি। রফতানি হয়েছে ২০ লক্ষ ফ্যান। অতুলের কথায়, ‘‘ভারতে তৈরি সিলিং ফ্যানের চাহিদা ভালই। কেন্দ্রীয় সরকার আমাদের কিছু সুবিধা দিলে রফতানি ব্যবসা আরও বাড়বে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Fan GST Fan Manufacturers
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE