Advertisement
১৬ এপ্রিল ২০২৪

টাটারা নিচ্ছে উষা মার্টিনের ইস্পাত ব্যবসা

উষা মার্টিন লিমিটেডের ইস্পাত ব্যবসা কিনে নিচ্ছে টাটা স্টিল। সম্প্রতি এ ব্যাপারে চুক্তি সই হয়েছে দুই সংস্থার মধ্যে। ওই ব্যবসা হাতে নিতে টাটা স্টিলের খরচ হবে ৪,৩০০ কোটি থেকে ৪,৭০০ কোটি টাকা। 

নিজস্ব সংবাদদাতা 
শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮ ০২:৪১
Share: Save:

উষা মার্টিন লিমিটেডের ইস্পাত ব্যবসা কিনে নিচ্ছে টাটা স্টিল। সম্প্রতি এ ব্যাপারে চুক্তি সই হয়েছে দুই সংস্থার মধ্যে। ওই ব্যবসা হাতে নিতে টাটা স্টিলের খরচ হবে ৪,৩০০ কোটি থেকে ৪,৭০০ কোটি টাকা।

এ জন্য দুই সংস্থার মধ্যে হওয়া চুক্তিকে বলা হচ্ছে ‘ডেফিনিটিভ এগ্রিমেন্ট’। টাটা স্টিল সূত্রের বক্তব্য, এর অর্থ হল, ওই ব্যবসা কেনার ব্যাপারে সংশ্লিষ্ট সমস্ত কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া গেলে তবেই চুক্তিটি কার্যকর হবে। সে ক্ষেত্রে জামশেদপুরে উষা মার্টিনের বছরে ১০ লক্ষ টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন অ্যালয় স্টিল কারখানা ছাড়াও সংস্থার লৌহ আকরের খনি, নিজস্ব কয়লার খনি এবং ইস্পাত কারখানার সঙ্গে যুক্ত নিজস্ব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রও কিনে নেবে টাটারা।

তবে টাটা স্টিল নিজে উষা মার্টিনের ইস্পাত কারখানা না-ও কিনতে পারে। সে ক্ষেত্রে নিজেদের কোনও শাখা সংস্থার মাধ্যমে সেটি হাতে নিতে পারে তারা। উল্লেখ্য, সম্প্রতি ভূষণ স্টিলের বড় অংশীদারি কিনেছে টাটা গোষ্ঠী। সে ক্ষেত্রেও তারা নিজেরা সংস্থাটি হাতে নেয়নি। হাতবদল হয়েছে শাখা সংস্থা বামনিপাল স্টিল মারফত। ঋণে জর্জরিত ভূষণকে দেউলিয়া আইনে নিলামে তুলেছিল জাতীয় কোম্পানি আইন ট্রাইবুনাল (এনসিএলটি)।

দেশে ইস্পাত এবং ইস্পাতের দড়ি তৈরির অগ্রণী সংস্থা উষা মার্টিন বেশ কিছু দিন ধরে লোকসানে চলছে। বেড়েছে ঋণের বোঝা। ইস্পাত ব্যবসা বিক্রি করে সেই বোঝা কমানোই কর্তৃপক্ষের লক্ষ্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tata Steel Usha Martin Steel Occupation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE