Advertisement
১৭ এপ্রিল ২০২৪

তেল ক্ষেত্র নিলাম, আশায় পশ্চিমবঙ্গ

উত্তর ২৪ পরগনার অশোকনগরে সম্প্রতি প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেয়েছে ওএনজিসি। খতিয়ে দেখা হচ্ছে বাণিজ্যিক সম্ভাবনা। উত্তরপ্রদেশের জগদীশপুর থেকে পুরুলিয়া-বর্ধমান-কলকাতা হয়ে হলদিয়াতেও প্রাকৃতিক গ্যাস আসার কথা।

নিজস্ব চিত্র।

নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৮ ০৪:৫১
Share: Save:

অশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদনের জন্য দেশের বিভিন্ন প্রান্তে আরও ৫৯টি ক্ষেত্রের নিলাম করবে কেন্দ্র। তার মধ্যে অন্যতম ওড়িশার মহানদীর উপকূল (অফশোর) ক্ষেত্র। সংশ্লিষ্ট মহলের মতে, বছর তিনেক পরে সেখানে উৎপাদন শুরু হলে তার সুফল পেতে পারে এ রাজ্যও।

আমদানি নির্ভরতা কমাতে দেশেই অশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদনের উপরে জোর দিচ্ছে কেন্দ্র। গত বছর প্রথম পর্যায়ে এমন ৩০টি ক্ষেত্রের নিলাম করেছিল তারা। এ বছর দ্বিতীয় পর্যায়ে আরও ৫৯টি ক্ষেত্রের জন্য ২৫টি চুক্তি হবে। আগামী ২০২২ সালে সেগুলি থেকে উৎপাদন শুরু হওয়ার কথা।

বুধবার কলকাতায় সম্ভাব্য লগ্নিকারীদের সঙ্গে বৈঠকের পরে সংশ্লিষ্ট দফতরের ডিরেক্টর জেনারেল ভি পি জয় জানান, ৩,০০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ৫৯টি ক্ষেত্রে মোট ১৯ কোটি টন সম্পদ আছে। জানুয়ারিতে লগ্নিকারীদের সঙ্গে
চুক্তি চূড়ান্ত হতে পারে। সে ক্ষেত্রে ৩-৪ বছরের মধ্যে উৎপাদন শুরু হবে। কমপক্ষে ১২০ কোটি ডলার লগ্নির আশা করছেন তাঁরা।

উত্তর ২৪ পরগনার অশোকনগরে সম্প্রতি প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেয়েছে ওএনজিসি। খতিয়ে দেখা হচ্ছে
বাণিজ্যিক সম্ভাবনা। উত্তরপ্রদেশের জগদীশপুর থেকে পুরুলিয়া-বর্ধমান-কলকাতা হয়ে হলদিয়াতেও প্রাকৃতিক গ্যাস আসার কথা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE