বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডব্লিউটিও-র শর্ত মেনে অবাধ বাণিজ্যের দরজা আরও বেশি করে খোলার লক্ষ্যে এগোতে পথনির্দেশ স্থির করল কেন্দ্র। ১৬৪টি সদস্য দেশের মধ্যে ইতিমধ্যে সই হওয়া চুক্তি রূপায়ণে এ বার সময়সীমা বেঁধে এগোতে চায় তারা।
এই চুক্তি বা ট্রেড ফেসিলিটেশন এগ্রিমেন্ট-এ যে-সব বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে, সেগুলির মধ্যে রয়েছে: আমদানির নিয়ম সরল করা, দ্রুত পণ্য পরিবহণের ব্যবস্থা, মাল ওঠানো-নামানোর পদ্ধতি আধুনিক করা।
চুক্তিটি রূপায়ণে গত বছর কেন্দ্র ক্যাবিনেট সচিবের নেতৃত্বে গড়ে এই সংক্রান্ত জাতীয় কমিটি। এ বার সরকারি উদ্যোগেই তৈরি হয়েছে চুক্তি রূপায়ণের পথনির্দেশ বা ন্যাশনাল ট্রেড ফেসিলিটেশন অ্যাকশন প্ল্যান। এর সময়সীমা ২০১৭-২০২০। তার মধ্যে বেঁধে দেওয়া হয়েছে কোন কোন প্রস্তাব স্বল্প (০-৬ মাস), মাঝারি (৬-১৮ মাস) ও দীর্ঘ মেয়াদে (১৮-৩৬ মাস) রূপায়ণ করতে হবে।