Advertisement
২৬ এপ্রিল ২০২৪

খাদ্য প্রক্রিয়াকরণ প্রকল্পে অনীহা, দ্বিমত কেন্দ্র-রাজ্য

শুক্রবার বণিকসভা ইন্ডিয়ান চেম্বার অব কমার্স আয়োজিত খাদ্য প্রক্রিয়াকরণ নিয়ে এক সভায় কৌরের অভিযোগ, বহুমুখী হিমঘর, এই শিল্পের জন্য বড় তালুক-সহ বিভিন্ন ধরনের প্রকল্পে কেন্দ্রীয় ভর্তুকি পাওয়ার সুযোগ আছে। কিন্তু বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে বার বার বলা সত্ত্বেও পশ্চিমবঙ্গের তরফে কোনও প্রস্তাব মন্ত্রকের কাছে জমা পড়ছে না। অথচ মহারাষ্ট্র-সহ বহু রাজ্যই এই সুবিধা পুরোপুরি নিচ্ছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৮ ০৪:০৯
Share: Save:

নিজেদের আনা প্রকল্পগুলি সম্পর্কে পশ্চিমবঙ্গ সরকারের অনীহার অভিযোগ আগেও তুলেছে মোদী সরকার। এ বার খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের ক্ষেত্রেও সেই নালিশ জানালেন মন্ত্রী হরসিমরত কৌর। কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণমন্ত্রীর অভিযোগ, এই শিল্পে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা নিতে রাজ্য বিশেষ আগ্রহ দেখাচ্ছে না। তবে রাজ্য খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের কর্তারা এই অভিযোগ মানতে নারাজ। বরং উল্টে ২০১৫ সাল থেকে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বিভিন্ন প্রকল্পে কেন্দ্র ভর্তুকি দেওয়া কার্যত বন্ধ করে দিয়েছে বলে আঙুল তুলেছেন তাঁরা। কর্তাদের দাবি, রাজ্য তাই নিজের উদ্যোগেই একে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।

শুক্রবার বণিকসভা ইন্ডিয়ান চেম্বার অব কমার্স আয়োজিত খাদ্য প্রক্রিয়াকরণ নিয়ে এক সভায় কৌরের অভিযোগ, বহুমুখী হিমঘর, এই শিল্পের জন্য বড় তালুক-সহ বিভিন্ন ধরনের প্রকল্পে কেন্দ্রীয় ভর্তুকি পাওয়ার সুযোগ আছে। কিন্তু বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে বার বার বলা সত্ত্বেও পশ্চিমবঙ্গের তরফে কোনও প্রস্তাব মন্ত্রকের কাছে জমা পড়ছে না। অথচ মহারাষ্ট্র-সহ বহু রাজ্যই এই সুবিধা পুরোপুরি নিচ্ছে।

মুর্শিদাবাদের জঙ্গিপুরে কেন্দ্রীয় সহায়তায় গড়া বৃহৎ শিল্প তালুকে মাথাচাড়া দেওয়া কিছু সমস্যার সমাধানও রাজ্য করছে না বলে অভিযোগ মন্ত্রীর। জানান, দেশ জুড়ে তাঁরা হিমঘর তৈরির পরিকল্পনা করছেন। এ বিষয়ে মন্ত্রকের তরফে ভারতীয় রেলের সঙ্গেও কথা চলছে।

এ দিকে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে ব্যাঙ্কগুলি অনেক সময় ঋণ দিতে রাজি হয় না, এই মন্তব্য করেও এ দিন অসন্তোষ প্রকাশ করেন কৌর। তাঁর দাবি, এই সমস্যার কথা মাথায় রেখেই মন্ত্রকের পক্ষ থেকে যৌথ উদ্যোগে পৃথক আর্থিক পরিষেবা প্রদানকারী সংস্থা তৈরির ভাবনাচিন্তা শুরু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Food Processing Central Government
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE