Advertisement
১৮ এপ্রিল ২০২৪

গ্যাসের রায় নিয়ে আর্জির ভাবনা

কেজি-ডি৬ ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন ও পরিশোধন করে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ় ও ব্রিটেনের বিপির জোট। তাদের প্রকল্পের পাশেই রয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ওএনজিসির গ্যাস ক্ষেত্র। কেন্দ্রের অভিযোগ, বেআইনি ভাবে সেই ক্ষেত্রের গ্যাস তুলেছে রিলায়্যান্স। দু’টি ক্ষেত্রের মধ্যে যে সংযোগ থাকতে পারে তা ২০০৩ সালে রিপোর্টে জানা গিয়েছিল। কিন্তু তা রিলায়্যান্স গোপন করেছে বলেও অভিযোগ করেছিল কেন্দ্র। দাবি করেছিল ১৫৫ কোটি ডলার।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৮ ০৩:৩৩
Share: Save:

কৃষ্ণা-গোদাবরী অববাহিকায় গ্যাস উত্তোলন বিতর্কে কেন্দ্রের বিরুদ্ধে রায় দিয়েছে আন্তর্জাতিক সালিশি আদালত। রিলায়্যান্সকে ৮৩ লক্ষ ডলার ক্ষতিপূরণেরও নির্দেশ দিয়েছে তারা। সরকারি সূত্রের খবর, সালিশি আদালতের রায়ের বিরুদ্ধে নতুন করে আবেদন জানানোর ভাবনাচিন্তা শুরু করেছে কেন্দ্র। এক পদস্থ আধিকারিক বলেন, ‘‘এই রায় ত্রুটিপূর্ণ, একপেশে। আবেদন করা ছাড়া উপায় নেই।’’

কেজি-ডি৬ ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন ও পরিশোধন করে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ় ও ব্রিটেনের বিপির জোট। তাদের প্রকল্পের পাশেই রয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ওএনজিসির গ্যাস ক্ষেত্র। কেন্দ্রের অভিযোগ, বেআইনি ভাবে সেই ক্ষেত্রের গ্যাস তুলেছে রিলায়্যান্স। দু’টি ক্ষেত্রের মধ্যে যে সংযোগ থাকতে পারে তা ২০০৩ সালে রিপোর্টে জানা গিয়েছিল। কিন্তু তা রিলায়্যান্স গোপন করেছে বলেও অভিযোগ করেছিল কেন্দ্র। দাবি করেছিল ১৫৫ কোটি ডলার।

সরকারের নির্দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশি আদালতের দ্বারস্থ হয় রিলায়্যান্স। গত কালই তিন সদস্যের বেঞ্চ রিলায়্যান্সের পক্ষে রায় দেয়। যুক্তি, পাশের ক্ষেত্র থেকে গ্যাস চলে এলে তা উত্তোলন করে বিক্রির অধিকার রিলায়্যান্সের রয়েছে।

প্রতিবাদ নোটে কেন্দ্রের আইনজীবী জানান, ওএনজিসির ক্ষেত্র থেকে আসা গ্যাসে যে আবেদনকারীর (রিলায়্যান্স) অধিকার নেই, তা স্পষ্ট। কেন্দ্রের যুক্তি, এ রকম পরিস্থিতিতে সংশ্লিষ্ট সংস্থা ক্ষেত্র বাড়ানোর আর্জি জানাতে পারে। অথবা যৌথ ভাবে গ্যাস উত্তোলন করতে পারে। এখানে রিলায়্যান্স কোনও নীতিই মানেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Gas Reliance ONGC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE