Advertisement
২৪ এপ্রিল ২০২৪

জেট নিয়ে উদ্বেগ বাড়াল তদন্তের ইঙ্গিত

সংবাদ মাধ্যমের খবর, তাদের আওতাভুক্ত মুম্বই রেজিস্ট্রার অব কোম্পানিজ খতিয়ে দেখছে সংস্থার হিসেবের খাতা।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৮ ০৩:৫১
Share: Save:

শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবি, স্টক এক্সচেঞ্জ ও বিমান পরিবহণ মন্ত্রকের আতসকাচের তলায় আগেই এসেছে তারা। এ বার জেট এয়ারওয়েজ ঘিরে দুশ্চিন্তা আর এক ধাপ চড়ল কেন্দ্রীয় কোম্পানি মন্ত্রকের তরফে প্রাথমিক তদন্ত শুরুর ইঙ্গিত মেলায়। সরকারি সূত্র জানাচ্ছে, এপ্রিল-জুন ত্রৈমাসিকের আর্থিক ফল ঘোষণার দিন পিছনোর ব্যাপারে জেটের অডিটরদের কাছে ব্যাখ্যা চাইছে মন্ত্রক। সংবাদ মাধ্যমের খবর, তাদের আওতাভুক্ত মুম্বই রেজিস্ট্রার অব কোম্পানিজ খতিয়ে দেখছে সংস্থার হিসেবের খাতা।

তার উপর এ দিনই বিমান পরিবহণ মন্ত্রী সুরেশ প্রভু জানান, জেটের মতো বেসরকারি বিমান সংস্থাকে নিজেদের সমস্যা নিজেদেরই মেটাতে হবে। সরকারের ভূমিকা থাকবে শুধু নীতি নির্দেশক হিসেবে।

এ সবের জেরে জেটের আর্থিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার আরও সন্ত্রস্ত হয়ে পড়েন লগ্নিকারীরা। বিএসই-তে সংস্থার শেয়ার দর প্রায় ৩% পড়ে যায়। দাঁড়ায় ২৯২.৩৫ টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE