Advertisement
১৭ এপ্রিল ২০২৪

চাপের মুখে তেল সস্তা আড়াই টাকা

পেট্রল-ডিজেলের দাম লিটার প্রতি আড়াই টাকা কমাল নরেন্দ্র মোদীর সরকার। এর মধ্যে দেড় টাকা উৎপাদন শুল্ক কম নেবে কেন্দ্র। বাকি এক টাকার দায় নেবে তেল সংস্থাগুলি। 

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০১৮ ০২:৪৫
Share: Save:

পেট্রল-ডিজেলের দাম লিটার প্রতি আড়াই টাকা কমাল নরেন্দ্র মোদীর সরকার। এর মধ্যে দেড় টাকা উৎপাদন শুল্ক কম নেবে কেন্দ্র। বাকি এক টাকার দায় নেবে তেল সংস্থাগুলি।

পাঁচ রাজ্যে বিধানসভা ভোট নিয়ে আপাতত বেশ চাপে শাসক বিজেপি। বিশেষ করে তিনটি বড় রাজ্য রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তীসগঢ়ে তারা যথেষ্ট বেকায়দায়। তার মধ্যে প্রতিদিন বেড়ে চলা তেলের দাম আমজনতার ক্ষোভ আরও ঊর্ধ্বমুখী করেছে। এই অবস্থা সামাল দিতেই তেলের দাম খানিক কমানো হল বলে অনেকের অভিমত। সেপ্টেম্বরের গোড়াতেই এক ধাক্কায় তেলের উপরে আড়াই টাকা ভ্যাট কমিয়েছিল বিজেপি-শাসিত রাজস্থান। আজ কেন্দ্রের ঘোষণার পরেই আড়াই টাকা ভ্যাট কমানোর কথা ঘোষণা করেছে ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ। একই পথে হেঁটেছে উত্তরপ্রদেশ, গুজরাত, অসম, ঝাড়খণ্ড, ত্রিপুরার মতো বিজেপি-শাসিত অন্য রাজ্যগুলি। ফলে সেখানে তেলের দাম কমছে পাঁচ টাকা করে। পশ্চিমবঙ্গে সেপ্টেম্বরে ভ্যাট কমেছিল লিটারে এক টাকা। এ দিন নতুন করে ভ্যাট কমানোর কোনও ঘোষণা হয়নি।

চলতি বছরের গোড়া থেকে এ পর্যন্ত পেট্রলের দাম বেড়েছে প্রায় ১৩ টাকা, ডিজেলের প্রায় ১৫ টাকা। ইদানীং যে হারে তেলের দাম বাড়ছে, তাতে কেন্দ্রের দেওয়া আড়াই টাকার সুবিধা মুছে যেতে খুব বেশি দিন লাগবে বলে মনে করছে না সংশ্লিষ্ট মহল। বিশেষ করে, ইরানের উপরে মার্কিন নিষেধাজ্ঞা যখন চালু হওয়ার মুখে, তখন বিশ্ববাজারে অশোধিত তেলের দাম আরও বাড়বে বলেই আশঙ্কা। ওএনজিসি-র প্রাক্তন চেয়ারম্যান আর এস শর্মার মতে, ‘‘অশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাপিয়ে যেতে পারে।’’ তার উপর টাকার দাম প্রতিদিন পড়ছে। তার প্রভাবও তেলের দামে পড়বে।

এহেন পরিস্থিতিতে পাঁচ রাজ্যে ভোটের কথা মাথায় রেখে মোদী সরকার কিছুটা সুরাহা দিতে বাধ্য হল, অভিমত বিরোধীদের। কিন্তু সেটা সিন্ধুতে বিন্দু বলেই তাদের অভিযোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, তেলের দাম লিটার-পিছু অন্তত দশ টাকা কমাক কেন্দ্র। সেই সঙ্গে সেস-ও তুলে নিক। কংগ্রেস নেতা পি চিদম্বরমের টুইট, ‘এই সরকার তেল থেকে পাওয়া শুল্কের উপরেই নির্ভরশীল। কিন্তু সাধারণ মানুষের যে নাজেহাল দশা, সেটা তারা অনেক দেরিতে বুঝল এবং তার পরেও নামমাত্র দাম কমাল।’

আরও পড়ুন: এখানে জলের দরে বিকোচ্ছে পেট্রল

মোদী জমানায় ২০১৪-র নভেম্বর থেকে ২০১৬-র জানুয়ারি পর্যন্ত ৯ দফায় উৎপাদন শুল্ক বেড়েছে। তাতে পেট্রলের দাম বেড়েছে ১১ টাকা ৭৭ পয়সা ও ডিজেল ১৩ টাকা ৪৭ পয়সা। উৎপাদন শুল্ক কমেছে, আজ নিয়ে, দু’বার। তাতে দাম কমেছে মোট সাড়ে তিন টাকা। এত দিন শুল্ক না-কমানোর ব্যাপারে অর্থ মন্ত্রকের যুক্তি ছিল, লিটারে ১ টাকা শুল্ক কমালে গোটা আর্থিক বছরে ১৪ হাজার কোটি টাকা রাজস্ব আদায় কম হবে। সেই হিসেবে এ দিন দেড় টাকা উৎপাদন শুল্ক কমানোয় চলতি অর্থবর্ষের বাকি ছ’মাসে সাড়ে দশ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি আজ বলেন, ‘‘এই ক্ষতি রাজকোষ ঘাটতির মাত্র ০.০৫%। আয়কর, কর্পোরেট কর থেকে প্রত্যাশার বেশি আয় হচ্ছে। ফলে রাজকোষ ঘাটতি লাগামছাড়া হবে না।’’

পাশাপাশি বিজেপি-শাসিত রাজ্যগুলিকে দিয়ে ভ্যাটের হার কমিয়ে বিরোধী রাজ্যগুলির দিকেও রাজনৈতিক চ্যালেঞ্জ ছুড়ে দিল শাসক দল। জেটলি বলেন, ‘‘সব রাজ্যকেই চিঠি লিখে সমপরিমাণ ভ্যাট কমানোর আর্জি জানাব।’’ তাঁর মতে, এ বারই প্রমাণ হবে, কারা এত দিন শুধু মুখেই সহানুভূতি প্রকাশ করছিল। কেরল, অন্ধ্র, কর্নাটকের মতো রাজ্যগুলি অবশ্য আজই জানিয়ে দিয়েছে, তারা ইতিমধ্যেই ভ্যাট কমিয়েছে। তাদের পক্ষে আর ভ্যাট কমানো সম্ভব নয়।

তেল সংস্থাগুলিকে লিটার-পিছু এক টাকা দাম কমাতে বাধ্য করে সরকার আর্থিক সংস্কারের উল্টো পথে হাঁটল কি না, সেই প্রশ্নও উঠেছে। কেননা, তেলের দামের উপর তাদের আর কোনও নিয়ন্ত্রণ নেই বলেই সরকার দাবি করে। যদিও কর্নাটকে ভোটের আগে টানা এক মাস তেলের দাম না-বাড়ার উদাহরণ দেখিয়ে সেই দাবি কতটা সত্যি, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। জেটলি অবশ্য দাবি করেন, সরকার মোটেই বিনিয়ন্ত্রণ থেকে সরছে না। তেল সংস্থার আর্থিক স্বাস্থ্যেও ধাক্কা লাগবে না।

শুল্ক ছাড়ের সিদ্ধান্তকে স্বাগত জানালেও ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তুষার সেনের মতে, ‘‘স্থায়ী সুরাহা পেতে হলে পেট্রোপণ্যে জিএসটি চালু করা জরুরি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE