Advertisement
২৪ এপ্রিল ২০২৪

শ্রমিক সুরক্ষায় স্মার্ট কার্ড শীঘ্রই: দত্তাত্রেয়

শ্রম আইন সংস্কারের জন্যও বাদল অধিবেশনে উদ্যোগী হবে কেন্দ্র। বন্দারু জানান, মজুরি সংক্রান্ত ‘কোড’ তৈরির বিলটি পেশ করতে চান তাঁরা। এটি পাশ হলে ন্যূনতম মজুরি স্থির করার ক্ষেত্রে সুবিধা হবে।

কেন্দ্রীয় শ্রমমন্ত্রী বন্দারু দত্তাত্রেয়।

কেন্দ্রীয় শ্রমমন্ত্রী বন্দারু দত্তাত্রেয়।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৭ ০২:১০
Share: Save:

দেশের অসংগঠিত ক্ষেত্রের প্রায় ৪৩ কোটি শ্রমিকের সামাজিক সুরক্ষার জন্য দীর্ঘ দিন ধরেই বিশেষ নম্বর দেওয়া ‘স্মার্ট কার্ড’ চালুর কথা বলছে কেন্দ্র। সেই প্রকল্প এ বার শীঘ্রই চালু হবে বলে আশ্বাস দিলেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী বন্দারু দত্তাত্রেয়।

বৃহস্পতিবার কলকাতায় ইএসআই কর্পোরেশনের (ই এস আই সি) নয়া আঞ্চলিক ভবনের উদ্বোধন এবং বালটিকুরি ও দুর্গাপুরের ইএসআই হাসপাতালের সম্প্রসারণ প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানের পরে বন্দারু বলেন, ‘‘দু’এক মাসের মধ্যেই প্রকল্পটি চালু হবে।’’ প্রধানমন্ত্রী তার সূচনা করবেন। প্রথম পর্যায়ে ১০ কোটি শ্রমিককে নথিভুক্ত করাতে চান তাঁরা। গোড়ায় নির্মাণ শিল্পে যুক্ত শ্রমিকেরা প্রাধান্য পাবেন। পরের ধাপে অঙ্গনওয়াড়ি, আশা ও মিড-ডে-মিলের কর্মীরা এবং তৃতীয় পর্যায়ে গৃহস্থালীর কাজে যুক্ত ও অন্যান্য অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা থাকবেন। বিরোধীরা অবশ্য বারবারই বলেন, এই প্রকল্প অনেক পুরনো। এমনকী খোদ নরেন্দ্র মোদীও তা চালুর কথা বলছেন এক বছর ধরে।

শ্রম আইন সংস্কারের জন্যও বাদল অধিবেশনে উদ্যোগী হবে কেন্দ্র। বন্দারু জানান, মজুরি সংক্রান্ত ‘কোড’ তৈরির বিলটি পেশ করতে চান তাঁরা। এটি পাশ হলে ন্যূনতম মজুরি স্থির করার ক্ষেত্রে সুবিধা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE