Advertisement
২০ এপ্রিল ২০২৪

জিএসটি নিয়ে প্রশ্নের জবাব এ বার টুইটারে

অ্যাসিসট্যান্ট কমিশনার পদমর্যাদার এই ৮ জন অফিসার হলেন: রাজ করণ অগ্রবাল, রজনী শর্মা, রৌনক জামিল আনসারি, শান্তনু, বুল্লো মামু, হীরা লাল, মণীশ চৌধুরী ও অংশিকা অগ্রবাল।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৮ ০২:০২
Share: Save:

পণ্য-পরিষেবা কর বা জিএসটি নিয়ে করদাতাদের সমস্যা অনলাইনেই মেটাতে উদ্যোগী কেন্দ্র। অর্থ মন্ত্রক এই লক্ষ্যে কর দফতরের আট জন অফিসারকে আলাদা করে দায়িত্ব দিয়েছেন। তাঁরা সোশ্যাল মিডিয়া সাইট টুইটার মারফত করদাতাদের নানা সমস্যার উত্তর দেবেন বলে এক সরকারি নির্দেশে জানানো হয়েছে। তাঁরা প্রয়োজনে ই-মেল করেও সমস্যার সমাধান বাতলাতে পারবেন।

অ্যাসিসট্যান্ট কমিশনার পদমর্যাদার এই ৮ জন অফিসার হলেন: রাজ করণ অগ্রবাল, রজনী শর্মা, রৌনক জামিল আনসারি, শান্তনু, বুল্লো মামু, হীরা লাল, মণীশ চৌধুরী ও অংশিকা অগ্রবাল। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় জিএসটি সংক্রান্ত প্রশ্ন জায়গা করে নিচ্ছে দেখেই কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়েছে।

এ দিকে, জিএসটি রিটার্ন দাখিলের নিয়ম সরল করা নিয়ে চলতি সপ্তাহেই শিল্প ও বণিক মহলের সঙ্গে বৈঠকে বসবে সংশ্লিষ্ট কমিটি। জিএসটি নেটওয়ার্ক জিএসটিএনের চেয়ারম্যান অজয় ভূষণ পাণ্ডের পৌরোহিত্যে ওই বৈঠক হওয়ার কথা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Centre GST Online Twitter
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE