Advertisement
২০ এপ্রিল ২০২৪

ফের হুমকি চিনের

বুধবার বেজিংয়ে চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র গেং শুয়াং বলেন, ‘‘আমেরিকার এই ব্ল্যাকমেল করার পন্থা চিনের উপর তেমন কাজ করবে না।’’ তাঁর দাবি, দু’দেশের বিরোধ মেটাতে বেজিং আলোচনা চালাতে তৈরি ছিল। কিন্তু আমেরিকা যদি সংঘাত বাড়ানোর মতো কোনও পদক্ষেপ করে, তবে নিজেদের অধিকার ও স্বার্থ বজায় রাখতে পাল্টা পদক্ষেপ করবে চিনও।

সংবাদ সংস্থা
বেজিং শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৮ ০৩:২২
Share: Save:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিনের ২০,০০০ কোটি ডলার মূল্যের পণ্যের উপর ১০ শতাংশের বদলে ২৫% আমদানি শুল্ক চাপানোর কথা ভাবছেন বলে খবর প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে। আর তাতেই ফের তেতে উঠেছে সারা বিশ্বের বাণিজ্য মহল। ক্ষোভে ফুঁসছে চিন। শুল্ক যুদ্ধের আঁচ আরও এক প্রস্ত বাড়িয়ে বুধবার ওয়াশিংটনকে কড়া ভাষায় সতর্ক করে জানিয়েছে, তারা যদি চিনের পণ্যে নতুন করে আরও শাস্তিমূলক শুল্ক চাপানোর পথ নেয়, তবে পাল্টা জবাব দেবে বেজিংও।

বুধবার বেজিংয়ে চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র গেং শুয়াং বলেন, ‘‘আমেরিকার এই ব্ল্যাকমেল করার পন্থা চিনের উপর তেমন কাজ করবে না।’’ তাঁর দাবি, দু’দেশের বিরোধ মেটাতে বেজিং আলোচনা চালাতে তৈরি ছিল। কিন্তু আমেরিকা যদি সংঘাত বাড়ানোর মতো কোনও পদক্ষেপ করে, তবে নিজেদের অধিকার ও স্বার্থ বজায় রাখতে পাল্টা পদক্ষেপ করবে চিনও।

জুলাইয়ে ৩,৪০০ কোটি ডলারের চিনা পণ্যে ২৫% শুল্ক বসিয়েছে আমেরিকা। এতে রয়েছে গাড়ি, মেশিন, এলইডি, বৈদ্যুতিন পণ্য, কম্পিউটার ইত্যাদি। একই হারে মার্কিন পণ্যে কর বসিয়েছে চিনও। তার পরে আবার বাড়তি ২০ হাজার কোটি ডলারের চিনা পণ্যে ১০% শুল্ক বসানোর হুমকি দেয় আমেরিকা। নতুন বিতর্ক সেই হার বাড়ানো নিয়েই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Threat China USA Import Duty
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE