Advertisement
২৪ এপ্রিল ২০২৪

ঋণের অস্ত্রে আরবে চিন

মঙ্গলবার বেজিংয়ে আরব দেশের প্রতিনিধিদের সিরিয়া, ইয়েমেন, জর্ডন, লেবানন-সহ বিভিন্ন দেশে দারিদ্র দূরীকরণ, আর্থিক উন্নয়নে বিপুল পুঁজি ঢালার কথা জানান চিনফিং। যাতে চেনা চিনা কৌশলের ছায়া দেখছেন অনেকে।

চিনের প্রেসিডেন্ট শি চিনফিং।

চিনের প্রেসিডেন্ট শি চিনফিং।

সংবাদ সংস্থা
বেজিং শেষ আপডেট: ১১ জুলাই ২০১৮ ০৩:৩৫
Share: Save:

মার্কিন মুলুকের সঙ্গে বাণিজ্য যুদ্ধের সুর চড়ছে ক্রমশ। এই পরিস্থিতিতে ঋণ, অনুদান ও দারিদ্র দূরীকরণ-সহ বিভিন্ন উন্নয়ন খাতে আরব দেশগুলিকে ২,৩০০ কোটি ডলার জোগানোর প্রতিশ্রুতি দিলেন চিনের প্রেসিডেন্ট শি চিনফিং। যে দেশগুলি থেকে বিপুল তেল কেনেন তাঁরা। সংশ্লিষ্ট মহলের মতে, এটা আসলে বেজিংয়ের আরব জগতে প্রভাব বাড়ানোর কৌশল। ঠিক যে কৌশলে বিভিন্ন দেশে নানা প্রকল্পের জন্য মোটা অঙ্কের ধার দেয় চিন। এতটাই যে, অনেক সময় তা শোধ করা মুশকিল হয়ে পড়ে। বিশ্ব জুড়ে চিনা অর্থনীতির এই কৌশলকে এখন অনেক ক্ষেত্রে ‘ঋণের ফাঁদ’ হিসেবে দেখে সংশ্লিষ্ট মহল। মঙ্গলবার বেজিংয়ে আরব দেশের প্রতিনিধিদের সিরিয়া, ইয়েমেন, জর্ডন, লেবানন-সহ বিভিন্ন দেশে দারিদ্র দূরীকরণ, আর্থিক উন্নয়নে বিপুল পুঁজি ঢালার কথা জানান চিনফিং। যাতে চেনা চিনা কৌশলের ছায়া দেখছেন অনেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE