Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ধর্মঘট অস্থায়ী কর্মীদের, ব্যাহত কাজ

এ রাজ্যে বিএসএনএল কো-অর্ডিনেশন কমিটির প্রেসিডেন্ট শিশির রায় জানান, পশ্চিমবঙ্গে সংস্থাটির দুই সার্কল মিলিয়ে প্রায় ৭০০০ অস্থায়ী কর্মী চরম দুর্দশায় রয়েছেন। কিন্তু কর্তৃপক্ষ এ নিয়ে নীরব।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৯ ০৩:১৫
Share: Save:

বিএসএনএলের পুনরুজ্জীবন প্রকল্পের ঘোষণা হলেও এখনও আট মাসের বেতন বকেয়া সংস্থার অস্থায়ী কর্মীদের। কবে তাঁদের বকেয়া মিলবে, তাঁদের ভবিষ্যৎই বা কী, তা স্পষ্ট করেনি সংস্থার কর্তৃপক্ষ। তাঁদের দাবি, বরং কর্মী হ্রাসের পাশাপাশি কাজও কমানো হচ্ছে। এ সবের প্রতিবাদে মঙ্গলবার কলকাতা সার্কল-সহ রাজ্যের অস্থায়ী কর্মীরা ধর্মঘট করেন। ফলে অনেক জায়গাতেই রক্ষণাবেক্ষণের কাজ ব্যাহত হয়।

এ রাজ্যে বিএসএনএল কো-অর্ডিনেশন কমিটির প্রেসিডেন্ট শিশির রায় জানান, পশ্চিমবঙ্গে সংস্থাটির দুই সার্কল মিলিয়ে প্রায় ৭০০০ অস্থায়ী কর্মী চরম দুর্দশায় রয়েছেন। কিন্তু কর্তৃপক্ষ এ নিয়ে নীরব। তাঁদের সভায় সিটুর রাজ্য সম্পাদক অনাদি সাহু অভিযোগ করেন, মোদী সরকারের আমলে কর্মসংস্থান বাড়ার বদলে পদ অবলুপ্ত হচ্ছে। ক্ষমতায় আসার আগে নরেন্দ্র মোদী যে সব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার সবই লঙ্ঘন করছেন।

উল্লেখ্য, দেশ জুড়ে স্থায়ী কর্মী-আধিকারিকদের জন্য ইতিমধ্যেই স্বেচ্ছাবসর (ভিআরএস) প্রকল্প এনেছে রাষ্ট্রায়ত্ত টেলি সংস্থাটি। জমা পড়েছে প্রায় ৭৯,০০০ আবেদন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE