Advertisement
২৫ এপ্রিল ২০২৪

কার্ড বিতর্ক উস্কে দিলেন জেটলি

আজ জেটলি বলেন, ভারতীয় ডিজিটাল লেনদেন ব্যবস্থা ইউপিআই, রুপে কার্ডের কাছে বাজার দখল হারাচ্ছে মাস্টারকার্ড, ভিসার মতো বিদেশি সংস্থা।

অরুণ জেটলি। —ফাইল চিত্র।

অরুণ জেটলি। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০১৮ ০১:২৮
Share: Save:

দেশাত্মবোধের জিগির তুলে নরেন্দ্র মোদী সরকার বহুজাতিক ডিজিটাল লেনদেন সংস্থাগুলির ব্যবসায় পাঁচিল তুলছেন বলে অভিযোগ করেছিল মাস্টারকার্ড। বৃহস্পতিবার নোট বাতিলের দু’বছর পূর্তিতে অরুণ জেটলি বললেন, রুপে কার্ড, ইউপিআইয়ের মতো ভারতীয় লেনদেন ব্যবস্থার প্রসার তাঁদের সরকারেরই সাফল্য। আরও এক ধাপ এগিয়ে বিজেপি ঘনিষ্ঠ স্বদেশি জাগরণ মঞ্চের আহ্বায়ক অশ্বিনী মহাজন বলেন, ওই সব বহুজাতিক সংস্থার উচিত রুপের সঙ্গে প্রতিযোগিতায় পাল্লা দেওয়া। মার্কিন প্রশাসনের কাছে অভিযোগ জানানো নয়।

আজ জেটলি বলেন, ভারতীয় ডিজিটাল লেনদেন ব্যবস্থা ইউপিআই, রুপে কার্ডের কাছে বাজার দখল হারাচ্ছে মাস্টারকার্ড, ভিসার মতো বিদেশি সংস্থা। তাঁর দাবি, দেশের ডেবিট ও ক্রেডিট কার্ডে লেনদেনের ৬৫ শতাংশই এখন ইউপিআই এবং রুপে কার্ডের দখলে। ইউপিআইয়ের মাধ্যমে লেনদেন গত সেপ্টেম্বরে ৫৯,৮০০ কোটি টাকায় পৌঁছেছে।

উল্লেখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবি ছিল, রুপে কার্ড ব্যবহার করলে দেশকেই পরিষেবা দেওয়া হবে। কারণ এই কার্ডের পরিষেবা খরচ হিসেবে নেওয়া টাকা দেশেই থাকে। যা হাসপাতাল, রাস্তা, স্কুল তৈরিতে ব্যবহার করা যায়।

মাস্টারকার্ডের অভিযোগ সামনে আসার পরেই অবশ্য অনেক গ্রাহকের রোষের মুখে প়ড়তে হয় সংস্থাকে। বৃহস্পতিবার মহাজন বলেন, ‘‘বহু বছর সংস্থাগুলি একচেটিয়া বাজারের সুবিধা পেয়েছে। কিন্তু আমাদের (ভারতের) অধিকার আছে নিজেদের আর্থিক স্বার্থ রক্ষা করার।’’ অবশ্য আজ জেটলির করা মন্তব্য নিয়ে মুখ খোলেনি ভিসা বা মাস্টারকার্ড। যদিও অনেকের মতে, এখনও দেশে ভাল রকম দখলই বজায় রেখেছে তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE