Advertisement
২০ এপ্রিল ২০২৪

নোট বাতিল তিন প্রধান সংস্কারের একটি: রতন টাটা

নরেন্দ্র মোদী সরকারের পাঁচশো, হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্তের ফের প্রশংসা করলেন রতন টাটা। শনিবার এক টুইট-বার্তায় তিনি বলেছেন, আর্থিক সংস্কারের পথে এটি একটি বড় পদক্ষেপ, যা কালো টাকার বিরুদ্ধে লড়াইয়ে পথ দেখাবে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৬ ০২:৪৫
Share: Save:

নরেন্দ্র মোদী সরকারের পাঁচশো, হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্তের ফের প্রশংসা করলেন রতন টাটা।

শনিবার এক টুইট-বার্তায় তিনি বলেছেন, আর্থিক সংস্কারের পথে এটি একটি বড় পদক্ষেপ, যা কালো টাকার বিরুদ্ধে লড়াইয়ে পথ দেখাবে। টাটার কথায়, ‘‘ভারতে প্রধান তিনটি আর্থিক সংস্কারের তালিকায় জায়গা করে নেবে মোদীর এই সিদ্ধান্ত। বাকি দু’টি গুরুত্বপূর্ণ সংস্কার হল লাইসেন্স রাজে ইতি টানা এবং পণ্য-পরিষেবা কর বা জিএসটি চালু করা।’’ প্রসঙ্গত, সাইরাস মিস্ত্রিকে টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়ার পরে ফের সংস্থার রাশ হাতে নিয়েছেন রতন টাটা। আর, সেই বিতর্কের মধ্যেই এর আগেও রতন টাটা নোট বাতিলের পক্ষে মত দেন। তিনি এ কথাও বলেছিলেন যে, এর জেরে গরিবদের যাতে কোনও অসুবিধা না-হয়, সরকারকে সে জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে। তার পরই এ দিন দেশে সাহসী আর্থিক
সংস্কারগুলির তালিকায় নোট বাতিলকে ঠাঁই দিলেন তিনি।

মূলত নগদ-নির্ভর থেকে নগদবিহীন লেনদেনের জমানা শুরুর ক্ষেত্রেও নোট বাতিলকে প্রয়োজনীয় পদক্ষেপ বলে জানিয়েছেন রতন টাটা। তিনি বলেন, এর জেরে মোবাইল ও অন্যান্য ডিজিটাল মাধ্যমে লেনদেন বাড়লে এই রূপান্তর সহজ হবে। টাটার মতে কালো টাকার হাত ধরে এ দেশে চালু থাকা সমান্তরাল অর্থনীতিই কর ফাঁকি, বেআইনি লেনদেন ও দুর্নীতিতে উৎসাহ দিচ্ছিল। তবে একই সঙ্গে তাঁর মন্তব্য, কেন্দ্রের এই লড়াইয়ে নাগরিকদের সমর্থন ও সহযোগিতা জরুরি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ratan Tata Demonetisation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE