Advertisement
১৯ এপ্রিল ২০২৪

রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নরের বিরল-তোপে কেন্দ্র

শীর্ষ ব্যাঙ্কের স্বাধীনতায় হাত দিতে গেলে বাজারের রোষে পড়ার কথা বলার পাশাপাশি তার রাজনৈতিক ভুলও তুলে ধরেছেন রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর বিরল আচার্য।

রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর বিরল আচার্য।

রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর বিরল আচার্য।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০১৮ ০৩:৫৮
Share: Save:

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক নিয়ন্ত্রণে যথেষ্ট ক্ষমতা রিজার্ভ ব্যাঙ্কের হাতে দেওয়া হয়নি বলে কেন্দ্রকে বিঁধেছিলেন গভর্নর উর্জিত পটেল। এ বার শীর্ষ ব্যাঙ্ককে স্বাধীনতা দেওয়ার পক্ষে জোরালো সওয়াল করতে গিয়ে কার্যত কেন্দ্রকে এক হাত নিলেন ডেপুটি গভর্নর বিরল আচার্যও। স্পষ্ট বললেন, কেন্দ্রীয় ব্যাঙ্কের স্বাধীনতাকে হেয় করা যে কোনও সরকারের পক্ষে নিজের গোলে বল ঢোকানোর সামিল।

শীর্ষ ব্যাঙ্কের স্বাধীনতায় হাত দিতে গেলে বাজারের রোষে পড়ার কথা বলার পাশাপাশি তার রাজনৈতিক ভুলও তুলে ধরেছেন আচার্য। তাঁর দাবি, বুদ্ধিমান রাজনীতিকেরা শীর্ষ ব্যাঙ্ককে স্বাধীনতা দেন। কারণ, তাতে অর্থনীতির স্বাস্থ্য ভাল থাকে। যার সুফল তোলা যায় ব্যালট বাক্সে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Viral Acharya Reserve Bank Of India Narendra Modi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE