Advertisement
২০ এপ্রিল ২০২৪
PNB Fraud Case

সম্পত্তি বাজেয়াপ্তের তথ্যে ‘না’

নীরব ও চোক্সীকে দেশে ফেরানোর উদ্যোগের পিছনে তাদের এখনও পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, তা-ও জানাতে চায়নি ইডি।

নীরব মোদী ও মেহুল চোক্সীর কী সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, তা জানাতে অস্বীকার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

নীরব মোদী ও মেহুল চোক্সীর কী সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, তা জানাতে অস্বীকার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ মে ২০১৮ ০২:১০
Share: Save:

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে প্রায় ১৩,৫০০ কোটি টাকার জালিয়াতির তদন্তে নীরব মোদী ও মেহুল চোক্সীর কী সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, তা জানাতে অস্বীকার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তথ্যের অধিকার আইনের আওতায় তা জানতে চাওয়া হয়েছিল। পাশাপাশি, নীরব ও চোক্সীকে দেশে ফেরানোর উদ্যোগের পিছনে তাদের এখনও পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, তা-ও জানাতে চায়নি ইডি।

নীরব এবং চোক্সীকে ফেরাতে ইডি-র অফিসারদের যাতায়াত খরচ, দেশে-বিদেশে আইনজীবীদের দেওয়া অর্থের অঙ্ক জানতে চেয়েছিলেন পুণের বিহার ধ্রুবে। একই সঙ্গে তথ্যের অধিকার নীরব এবং চোক্সীকে দেওয়া লেটার অব আন্ডারটেকিং, তার বদলে পাওয়া টাকা এবং ইডি-র বাজেয়াপ্ত করা সম্পত্তির বিবরণও জানতে চান তিনি। ইডি-র দাবি, এই আইনে তদন্তের কোনও তথ্য দিতে তারা বাধ্য নয়। যদিও এর আগে গত ২৪ মার্চ এই কেলেঙ্কারিতে মামা-ভাগ্নের ৭,৬৬৪ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল বলে জানিয়েছিল তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

PNB Fraud Case PNB Nirav Modi Mehul Choksi ED
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE