Advertisement
২৩ এপ্রিল ২০২৪

মার্কিন পণ্যে শুল্ক চাপাল ইউরোপ

ট্রাম্পের শুল্ক সিদ্ধান্তের বিরুদ্ধে ফুঁসছে সারা বিশ্ব। পাল্টা করের হাত থেকে যে ওয়াশিংটনও রেহাই পাবে না, সেই হুমকি আগেই দিয়েছে চিন, কানাডা, ইইউ, মেক্সিকো, ভারত।

সংবাদ সংস্থা
ব্রাসেলস শেষ আপডেট: ২৩ জুন ২০১৮ ০২:৩০
Share: Save:

চিনের সঙ্গে বিরোধ তুঙ্গে। কানাডা, ভারতও পাল্টা কর বসানোর হুমকি দিয়েছে। এই পরিস্থিতিতে মার্কিন শুল্কের বদলা নিতে শুক্রবার বুঁর্বো হুইস্কি, জিন্‌স, মোটরবাইক-সহ আমেরিকা থেকে আমদানি হওয়া ৩৩০ কোটি ডলার মূল্যের একগুচ্ছ পণ্যে শুল্ক বসাল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। যার লক্ষ্য, ইস্পাত ও অ্যালুমিনিয়ামে ওয়াশিংটনের বসানো করের মোক্ষম জবাব দেওয়া। তবে চুপ করে থাকেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। ইইউ কর-তোপ দাগার পরেই ধেয়ে এসেছে তাঁর হুঁশিয়ারি— ওই অঞ্চলের যে কোনও দেশে যন্ত্রাংশ জুড়ে তৈরি গাড়ি মার্কিন মুলুকে ঢুকলেই বসবে ২০% শুল্ক।

ট্রাম্পের শুল্ক সিদ্ধান্তের বিরুদ্ধে ফুঁসছে সারা বিশ্ব। পাল্টা করের হাত থেকে যে ওয়াশিংটনও রেহাই পাবে না, সেই হুমকি আগেই দিয়েছে চিন, কানাডা, ইইউ, মেক্সিকো, ভারত। এ বার ইইউ সেই পদক্ষেপ করায় দুনিয়া জুড়ে আরও চড়েছে শুল্ক যুদ্ধের উত্তাপ। বৃহস্পতিবার ইউরোপীয় কমিশনের মুখপাত্র জ্যঁ-ক্লদ জাঙ্কের বলেন, ‘‘স্বার্থ রক্ষায় ও সামঞ্জস্য বজায় রাখতে যা করার, করতেই হবে।’’ তবে হার্লে ডেভিডসন, বুঁর্বো মদের মতো যে সব মার্কিন পণ্যের বিকল্প তাদের বাজারে রয়েছে, তাতেই কর বসেছে বলে দাবি ইইউ-র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Donald Trump EU
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE