Advertisement
২৩ এপ্রিল ২০২৪

অবশেষে পাঁচশোর নোট শহরে

অবশেষে এল। তবে প্রয়োজনের তুলনায় কমই। শনিবার ১০০ ও অন্যান্য মূল্যের নোটের সঙ্গে আরবিআই-এর কলকাতা দফতরে এসেছে ১০ বাক্স নতুন ৫০০ টাকার নোট-ও।

দেবপ্রিয় সেনগুপ্ত
শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৬ ০২:৫৫
Share: Save:

অবশেষে এল। তবে প্রয়োজনের তুলনায় কমই।

শনিবার ১০০ ও অন্যান্য মূল্যের নোটের সঙ্গে আরবিআই-এর কলকাতা দফতরে এসেছে ১০ বাক্স নতুন ৫০০ টাকার নোট-ও। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া ও ব্যাঙ্ককর্মী সংগঠন সূত্রে এ খবর জানিয়ে বলা হয়েছে, তার মধ্যে প্রায় ছ’বাক্স নোট এ দিন বিভিন্ন ব্যাঙ্ককে বণ্টন করেছে আরবিআই। সোমবার ওই সব ব্যাঙ্কের কোনও কোনও শাখায় গ্রাহকেরা সেই নোট হাতে পেতে পারেন।

গত কয়েক দিন ধরেই কিছু ৫০০ টাকার নোট আসার কথা শোনা গেলেও বাস্তবে তা হয়নি। শুক্রবারও আরবিআই এবং ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন অব ইন্ডিয়া (বেফি) সূত্রের খবর ছিল, শনিবার তা আসতে পারে। জানা গিয়েছে, এ দিন তা এসেছে আরবিআই কলকতা দফতরে। এক একটি বাক্সে এক লক্ষটি ৫০০ টাকার নোট ধরে। অর্থাৎ, এক বাক্সের মোট মূল্য পাঁচ কোটি টাকা। ১০টি বাক্সের ৫০ কোটি টাকা। বাজারে এই নোটের চাহিদা এতটাই যে, তা আসার কিছুক্ষণের মধ্যেই বিভিন্ন ব্যাঙ্ক তা নিতে আর্জি জানায়। এবং আরবিআই ৬ বাক্স নোট তাদের বণ্টন করে। তবে সব ব্যাঙ্ক টাকা পেয়েছে কি না তা এ দিন রাত পর্যন্ত স্পষ্ট নয়।

এই টাকা চাহিদার কতটুকু মেটাবে, সে নিয়ে প্রশ্ন তুলেছে বেফি। ব্যাঙ্কিং শিল্পের একটি সূত্রের বক্তব্য, সাধারণ ভাবে এ রাজ্যে মোট ব্যাঙ্কিং পরিষেবার ২৫ শতাংশ মেটায় শুধু স্টেট ব্যাঙ্ক। সম্প্রতি এসবিআই কলকাতা সার্কেলের সিজিএম পার্থপ্রতিম সেনগুপ্ত বলেছিলেন, নোট বাতিলের পরে দৈনিক গড়ে প্রায় ৩০০ কোটি টাকা এ রাজ্যে তাঁদের বিভিন্ন শাখা থেকে তুলেছেন গ্রাহকেরা। বাতিল নোট বদলের অঙ্ক গড়ে দৈনিক ১২০ কোটি টাকা। এ সবের নিরিখে ৫০ কোটি টাকার ৫০০ -র নোট কতটা চাহিদা পূরণ করতে পারবে, তা নিয়ে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে।

এ দিন বণ্টন না-হওয়া বাকি ৫০০ টাকার নোট কী ভাবে বিলি করা হবে? একটি সূত্রের মতে, রবিবার বা সোমবার অন্যান্য ব্যাঙ্ককে তা দেওয়া হতে পারে। অন্য একটি সূত্র আবার মনে করছে, আরবিআই তাদের নিজস্ব কাউন্টার থেকেও সেগুলি বণ্টন করতে পারে। তবে এ নিয়ে সরকারি কোনও বক্তব্য রাত পর্যন্ত মেলেনি।

এখন নতুন এই ৫০০ টাকার নোট দেবাস ও নাসিকে ছাপা হয়। এ রাজ্যের শালবনিতে ছাপা হয় ১০০ টাকার নোট। বেফি-র একটি সূত্রের খবর, সেখানেও ৫০০ টাকার নোট ছাপানোর তোড়জোড় শুরু হয়েছে। যদিও প্রক্রিয়াটি শুরু হওয়ার পরে বাজারে সেই টাকা পাঠাতে কমপক্ষে ২২ দিন সময় লাগে। সে ক্ষেত্রে এ মাসে যদি তা শুরুও হয়, বছর শেষের আগে বাজারে তার জোগানের সম্ভাবনা কম বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

এ দিন একই সঙ্গে ১০০ বাক্স ১০০ টাকার এবং কিছু অন্যান্য নোটও আরবিআই কলকাতা দফতরে এসেছে। নতুন নোটের পাশাপাশি নগদের চাহিদার সঙ্গে তাল মেলাতে নোংরা হয়ে যাওয়া (সয়েলড) নোট-ও ফের ব্যাঙ্কগুলিকে দেওয়া হয়েছে।

অন্য দিকে, বেফি জানিয়েছে, সমবায় ব্যাঙ্কগুলিতে বাতিল নোট বদল ও জমা দেওয়া বন্ধের প্রতিবাদে আগামী মঙ্গলবার আরবিআই-এর কলকাতা দফতরের সামনে বিক্ষোভ দেখাবে সমবায় কর্মী ফেডারেশন ও সমবায় বাঁচাও মঞ্চ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Currency note
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE