Advertisement
২৫ এপ্রিল ২০২৪

অবশেষে মালিকানা বদলে সায় ফর্টিসে

ঋণের জেরে ফর্টিসে নিজেদের অংশীদারি হারিয়েছেন প্রতিষ্ঠাতা মলবীন্দ্র সিংহ ও শিবেন্দ্র সিংহ। সেই সঙ্গে ৫০০ কোটি টাকা সরানোর অভিযোগে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নিচ্ছে সংস্থা। পর্ষদের সায় ও কোনও বন্ধক ছাড়াই তাঁদের ওই টাকা দেওয়া হয়েছিল বলে খবর। অনিয়মের কথা অস্বীকার করেছেন মলবীন্দ্র। তবে এ দিনের সিদ্ধান্তে খুশি তাঁরা। এতে সংস্থা আরও উন্নতি করবে বলে বিবৃতিতে দাবি তাঁদের।

ছবি: রয়টার্স।

ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৮ ০৪:১৬
Share: Save:

দীর্ঘ টানাপড়েনের পরে শুক্রবার আইএইচএইচ হেল্‌থকেয়ারের দেওয়া দরপত্রেই সায় দিল ফর্টিস হেল্‌থকেয়ারের পরিচালন পর্ষদ। দরপত্র অনুসারে, সংস্থার ৩১.১% অংশীদারি কিনতে মালয়েশিয়ার সংস্থাটি ঢালবে ৪,০০০ কোটি টাকা। খোলা বাজার থেকে আরও ২৬% শেয়ার কিনতে প্রায় ৩,৩০০ কোটি খরচ করবে তারা। দু’টি ক্ষেত্রেই দর দেবে শেয়ার পিছু ১৭০ টাকা করে।

ঋণের জেরে ফর্টিসে নিজেদের অংশীদারি হারিয়েছেন প্রতিষ্ঠাতা মলবীন্দ্র সিংহ ও শিবেন্দ্র সিংহ। সেই সঙ্গে ৫০০ কোটি টাকা সরানোর অভিযোগে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নিচ্ছে সংস্থা। পর্ষদের সায় ও কোনও বন্ধক ছাড়াই তাঁদের ওই টাকা দেওয়া হয়েছিল বলে খবর। অনিয়মের কথা অস্বীকার করেছেন মলবীন্দ্র। তবে এ দিনের সিদ্ধান্তে খুশি তাঁরা। এতে সংস্থা আরও উন্নতি করবে বলে বিবৃতিতে দাবি তাঁদের।

উল্লেখ্য, ফর্টিসের ব্যবসা কেনার দৌ়ড়ে আইএইচএইচ ছাড়াও ছিল হিরো এন্টারপ্রাইজ ইনভেস্টমেন্ট ও বর্মন ফ্যামিলি অফিসেসের যৌথ উদ্যোগ, মণিপাল ও টিপিজি-র জোট। আগ্রহ দেখিয়েছিল চিনা সংস্থা ফুসন হেল্‌থ হোল্ডিংস ও রেডিয়েন্ট লাইফ কেয়ারও। প্রথমে মণিপাল-টিপিজি জোট ও পরে মুঞ্জল-বর্মনের যৌথ ভাবে দেওয়া দরে সায়ও দেয় ফর্টিসের পর্ষদ। কিন্তু শেয়ারহোল্ডাররা তা খারিজ করায় ফের নতুন করে দরপত্র চাওয়া হয়। আইএইচএইচের হাতে ফর্টিস যাওয়ায় সংস্থার ভাল হবে বলে এ দিন জানিয়েছে মুঞ্জল-বর্মনরাও।

আইএইচএইচের দর তুলনায় বেশি। শুক্রবার ফর্টিস জানিয়েছে, এই দরপত্র তুলনায় সরল এবং এতে সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষের ছাড়পত্র মেলার সম্ভাবনাও বেশি। খোলা বাজারে শেয়ার বেচে বেরিয়ে যেতে পারবেন বর্তমান শেয়ারহোল্ডাররা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Partnership Fortis Ownership
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE