Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ভোট-ইস্তাহার নয় বাজেট: সিন্‌হা

চাষিদের থেকে উৎপাদন খরচের থেকে ৫০% বেশি দাম দিয়ে শস্য কেনা হবে বলে এ বারের বাজেটে জেটলি যে ঘোষণা করেছেন, তার পরিপ্রেক্ষিতে যশবন্তের প্রশ্ন, ওই টাকা আসবে কোথা থেকে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:০০
Share: Save:

অর্থমন্ত্রী অরুণ জেটলির বাজেটকে কার্যত নির্বাচনী ইস্তাহর বলে আখ্যা দিলেন প্রাক্তন অর্থমন্ত্রী যশবন্ত সিন্হা। পাশাপাশি তাঁর মন্তব্য, বাজেট তৈরি করার জন্য প্রয়োজনীয় মনোনিবেশই করেননি জেটলি।

চাষিদের থেকে উৎপাদন খরচের থেকে ৫০% বেশি দাম দিয়ে শস্য কেনা হবে বলে এ বারের বাজেটে জেটলি যে ঘোষণা করেছেন, তার পরিপ্রেক্ষিতে যশবন্তের প্রশ্ন, ওই টাকা আসবে কোথা থেকে। আজ ক্যালকাটা চেম্বারের সভায় তিনি বলেন, ‘‘ইস্তাহারে আর্থিক সংস্থান না করেও সুবিধার কথা ঘোষণা করা যায়। কিন্তু বাজেটে তা করা যায় না। এ বার বাজেটে অর্থমন্ত্রী সেটাই করেছেন।’’

কৃষি ক্ষেত্রে উন্নতির জন্য এ বার বাজেটে যে সব কথা বলা হয়েছে, তাকেও কটাক্ষ করতে ছাড়েননি যশবন্ত। তিনি বলেন, ‘‘প্রথমত, তিন বছর ক্ষমতায় থাকার পরে নির্বাচনের আগে এই দিকে নজর পড়েছে বর্তমান সরকারের। গ্রামে চাষিরা চূড়ান্ত খারাপ অবস্থার মধ্যে রয়েছেন। শস্য উৎপাদনের পরে তা মজুত করার জন্য উপযুক্ত পরিকাঠামোর অভাবে ন্যূনতম সহায়ক মূল্যের এক তৃতীয়ংশ টাকাতেই শস্য বিক্রি করে দিতে বাধ্য হন চাষিরা। কারণ, এই টাকা পাওয়ার জন্য অপেক্ষা করা তাঁদের পক্ষে সম্ভব নয়।’’ বাজেট বক্তৃতায় একাধিক ছাপার ভুলের কথা উল্লেখ করে যশবন্ত বলেন, ‘‘যিনি বাজেট বক্তৃতার দিকে নজর দেন না, তিনি তা তৈরিতে মন দেবেন, এটা কঠিন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE