মুকেশ অম্বানী বা জেফ বেজোস অথবা ইলন মাস্ক, সকলকেই ছাপিয়ে গেলেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। চলতি বছরে সবচেয়ে দ্রুত গতিতে সম্পত্তি বাড়িয়েছেন তিনি। ব্লুমবার্গ বিলিয়োনেয়ার ইনডেক্স-এর মতে, ২০২১ সালে ১৬২০ কোটি থেকে তাঁর সম্পত্তির নিট মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৫০০০ কোটি টাকা। এ ব্যাপারে বেজোস বা মাস্ক-সহ বিশ্বের তাবড় শিল্পপতিদের টপকে গিয়েছেন আদানি।
ব্লুমবার্গ বিলিয়োনেয়ার ইনডেক্স-এর পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে কেবলমাত্র ১টি ক্ষেত্র ছাড়া আদানি গোষ্ঠীর সবক’টি ব্যবসার শেয়ারের মূল্য ৫০ শতাংশ হারে বেড়েছে। কোনও কোনও ব্যবসায় আদানিদের মুনাফার হার ছাপিয়ে গিয়েছে ৯০ শতাংশও।
১ বছরের মধ্যে সম্পত্তির নিট মূল্য বৃদ্ধির নিরিখে আদানি ছাপিয়ে গিয়েছেন তাঁর ‘প্রতিদ্বন্দ্বী’ তথা এশিয়ার ধনীতম রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ-এর মুকেশ অম্বানীকেও। চলতি বছরে এখনও পর্যন্ত অম্বানীর নামের পাশে রয়েছে ৮১০ কোটির মূল্যের সম্পত্তি। তবে আদানি গোষ্ঠীর সম্পত্তি বৃদ্ধির নিরিখে তা-ও যেন কম বলে মনে হচ্ছে।