Advertisement
২৫ এপ্রিল ২০২৪

জিডিপি বৃদ্ধির হার ৭.২ শতাংশ, চিনকে টপকে ফের দ্রুততম ভারত

২০১৭-১৮ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ভারতের জিডিপি বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭.২ শতাংশে। আর্থিক বৃদ্ধির এই হার বিশ্বের বৃহৎ অর্থনীতিগুলির মধ্যে সবচেয়ে বেশি।

অনেক বিশেষজ্ঞও আশা করেননি যে ভারতের জিডিপি বৃদ্ধির হার অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে ৭.২ শতাংশে পৌঁছবে। ফাইল চিত্র।

অনেক বিশেষজ্ঞও আশা করেননি যে ভারতের জিডিপি বৃদ্ধির হার অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে ৭.২ শতাংশে পৌঁছবে। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৮ ২১:২৯
Share: Save:

জিডিপি বৃদ্ধির হারে বিশ্বের বৃহৎ অর্থনীতিগুলির মধ্যে ফের শীর্ষ স্থানে পৌঁছে গেল ভারত। ২০১৭-১৮ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ভারতের জিডিপি বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭.২ শতাংশে। আর্থিক বৃদ্ধির এই হার বিশ্বের বৃহৎ অর্থনীতিগুলির মধ্যে সবচেয়ে বেশি।

নোটবন্দি, জিএসটি-সহ একের পর এক বৃহৎ অর্থনৈতিক পদক্ষেপের জেরে গত এক বছরে ভারতের আর্থিক বৃদ্ধির হার কিছুটা কমে গিয়েছিল। দ্রুততম হারে বাড়তে থাকা বৃহৎ অর্থনীতির তকমা খুইয়েছিল ভারত। সেই স্থান চলে গিয়েছিল চিনের দখলে। প্রায় এক বছর পরে ফের হারানো স্থান ভারত পুনরুদ্ধার করল। আর্থিক বৃদ্ধির দ্রুততায় ভারত চিনকে আবার টপকে গেল।

ভারতের জিডিপি বৃদ্ধির হার অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে ৭.২ শতাংশে পৌঁছবে, এমনটা অনেক বিশেষজ্ঞও আশা করেননি। ৩৫ জন অর্থনীতিবিদকে দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স যে সমীক্ষা করিয়েছিল, তাতে তৃতীয় ত্রৈমাসিকে ভারতের জিডিপি বৃদ্ধির হার ৬.৯ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। কিন্তু সেই পূর্বাভাসকেও ছাপিয়ে গেল বৃদ্ধির হার।

আরও পড়ুন: কতটা সজাগ, রিপোর্ট তলব পনেরো দিনে

আরও পড়ুন: জিএসটি আদায়ে ফের চোট

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE