Advertisement
১৬ এপ্রিল ২০২৪

রাজ্যের শিল্পে নজর জার্মানির

ফ্রাঙ্কফুর্টের পরে রাজ্যের শিল্প ও লগ্নি মানচিত্র সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করল জার্মানির আর এক শহর ডুসেলডর্ফের শিল্পমহলও। সেখান থেকে ফিরে ফ্রাঙ্কফুর্টে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এ কথা জানান শিল্প তথা অর্থমন্ত্রী অমিত মিত্র।

বার্তা: ফ্রাঙ্কফুর্টে সাংবাদিক বৈঠকে অমিত মিত্র।

বার্তা: ফ্রাঙ্কফুর্টে সাংবাদিক বৈঠকে অমিত মিত্র।

ইন্দ্রজিৎ অধিকারী
ফ্রাঙ্কফুর্ট শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৮ ০২:১৪
Share: Save:

ফ্রাঙ্কফুর্টের পরে রাজ্যের শিল্প ও লগ্নি মানচিত্র সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করল জার্মানির আর এক শহর ডুসেলডর্ফের শিল্পমহলও। সেখান থেকে ফিরে ফ্রাঙ্কফুর্টে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এ কথা জানান শিল্প তথা অর্থমন্ত্রী অমিত মিত্র। তাঁর দাবি, মূলত এই কারণেই পরের বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলনে জার্মান প্রতিনিধিত্ব হবে আরও ওজনদার। অন্তত পাঁচটি ক্ষেত্রে লগ্নি সম্ভাবনা খতিয়ে দেখতে জার্মান শিল্প প্রতিনিধিরা পা রাখবেন রাজ্যে।

সম্প্রতি বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন সংস্থার থেকে ৫টি কয়লার ব্লক হাতে পেয়েছে রাজ্য। কয়লা উত্তোলনের ছাড়পত্র মিলেছে দেউচা-পাচামির মতো বিপুল কয়লার ভাণ্ডার থেকে। অমিতবাবু জানান, তাই খননের যন্ত্রপাতি, প্রযুক্তি ও পরিষেবায় লগ্নির সুযোগ খতিয়ে দেখতে চায় জার্মান শিল্প। খুঁজে দেখতে চায় পণ্য পরিবহণ, পেট্রো-কেমিক্যাল, উৎপাদন শিল্প ও শিক্ষা ক্ষেত্রে টাকা ঢালা, প্রযুক্তি হস্তান্তর ও গাঁটছড়া বাঁধার সম্ভাবনাও।

ফ্রাঙ্কফুর্ট থেকেই হলদিয়ায় নিজের পেট্রোকেম কারখানায় প্রায় ৪,৪০০ কোটি টাকা ঢালার কথা বলেছেন চ্যাটার্জি গোষ্ঠীর পূর্ণেন্দু চট্টোপাধ্যায়। ভারতের অন্য রাজ্য তথা ভিন্‌ দেশেও ওই পণ্যের চাহিদা বাড়ছে দ্রুত। জার্মান সংস্থাগুলির ওই সুযোগেই নজর বলে ধারণা অনেকের। উৎপাদন শিল্পে আগ্রহী ছোট-মাঝারি সংস্থা। কাজের সুযোগ খোলায় যে শিল্পে জোর দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী। আর রাজ্যের নতুন পণ্য পরিবহণ নীতি সে দেশের শিল্পের একাংশের মধ্যে অন্তত প্রাথমিক আগ্রহ তৈরি করেছে বলে মত অমিতবাবুর। মেটিরিয়াল ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তির মতো নানা বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণায় হাত মেলাতে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং জার্মানির আকেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের মধ্যে ফোনে কথা হয়েছে বলেও দাবি মন্ত্রীর।

অমিতবাবু বলেন, ‘‘পরের বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলনে আসবেন বলে কথা দিয়েছেন নর্থ রাইন ওয়েস্ট ফেলিয়া প্রদেশের আর্থিক বিষয়ক ও বিদ্যুৎ মন্ত্রী আন্দ্রিয়াস পিঙ্কওয়ার্ট।’’ তাঁর দাবি,

লগ্নি টানতে জরুরি আস্থা ও নিবিড় সম্পর্ক। জার্মানির মতো শিল্পোন্নত দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের ২২% যে প্রদেশের ঘর থেকে আসে, তার তরফে রাজ্যের সম্মেলনে এমন ওজনদার মন্ত্রী ও শিল্পমহলের বড় উপস্থিতি সেই আশাই জাগায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Germany West Bengal Industry Amit Mitra
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE