Advertisement
২৫ এপ্রিল ২০২৪

বাজার, টাকার পতনে পৌষ মাস সোনারই

অনিশ্চিত শেয়ার বাজার কখনও একটু বাড়ছে তো পরক্ষণেই হোঁচট খাচ্ছে ফের। আর সেই সুযোগে জাঁকিয়ে বসছে সোনা। চাহিদার নিরিখে কদর যত বাড়ছে, তত চড়ছে দর।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০১৮ ০২:৪৫
Share: Save:

অনিশ্চিত শেয়ার বাজার কখনও একটু বাড়ছে তো পরক্ষণেই হোঁচট খাচ্ছে ফের। আর সেই সুযোগে জাঁকিয়ে বসছে সোনা। চাহিদার নিরিখে কদর যত বাড়ছে, তত চড়ছে দর। এতটাই যে, দেশে তা এখন ছ’বছরে সব থেকে বেশি। টাকার নিরিখে ডলারের দাম বাড়ায় বিশ্ব বাজার থেকে সোনা কিনতেও হচ্ছে বেশি দামে। তার উপর উৎসবের এই মরসুমে সব সময়েই তার চাহিদা বাড়ে। সেই সঙ্গে শুরু হয়ে যায় বিয়ের কেনাকাটা। সব মিলিয়েই মাথা তুলছে সোনার দর।

বৃহস্পতিবার নয়াদিল্লিতে ১০ গ্রামের দাম ছিল ৩২,৬২৫ টাকা। যা ছ’বছরে সর্বোচ্চ। কলকাতায় পাকা সোনা (২৪ ক্যারাট) ৩২,৩০০ টাকা। স্বর্ণশিল্প বাঁচাও কমিটির কার্যকরী সভাপতি বাবলু দে জানান, ‘‘এক বছরে ডলার বেড়েছে প্রায় ৯%। সোনাও এগিয়েছে তাল মিলিয়ে। বছর খানের আগে যে ১০ গ্রাম ২৪ ক্যারাট ছিল ৩০ হাজার টাকার মতো, এখন তা-ই সাড়ে ৩২ হাজারের আশেপাশে।’’ বছরে প্রায় ৮০০ টন সোনা ভারত আমদানি করে। টাকার পতনে সেই খরচ বেড়েছে। এ দিনও ১১ পয়সা বেড়ে ডলার হয়েছে ৭৩.২৭ টাকা।

অল ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি ট্রেড ফেডারেশনের প্রাক্তন চেরারম্যান বাছরাজ বামালুয়ার অবশ্য দাবি, ‘‘সোনাকে আসলে বিনিয়োগের নিরাপদ আশ্রয় হিসেবে দেখছেন লগ্নিকারীরা। নানা কারণে পড়ছে শেয়ার বাজার। ফলে অনেকেই ঝুঁকেছেন সোনায়। যা দাম বাড়াচ্ছে ধাতুটির।’’ বৃহস্পতিবারও ৩৪৪ পয়েন্ট পড়েছে সেনসেক্স। তাঁর মতে, অনিশ্চিত মূলধনী বাজারের কারণে সারা বিশ্বেই বাড়ছে সোনার দর।

বাবলুবাবুর মতো গয়না ব্যবসায়ীদের অনেকেরই আশঙ্কা, ‘‘ডলারের দাম মাঝে-মধ্যে একটু কমলেও ভবিষ্যতে আরও বাড়ার আশঙ্কাও রয়েছে। তাই সোনার দামও চড়ার সম্ভাবনা থাকছেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Market Gold Highest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE