Advertisement
২০ এপ্রিল ২০২৪
Business News

পেটিএমকে টেক্কা দিতে নতুন অ্যাপ আনল গুগল

এ বার পেটিএম-কে টেক্কা দিতে নতুন অ্যাপ আনল গুগল। সম্প্রতি ভারতের বাজারে এসেছে গুগল তেজ নামে নতুন এই ডিজিটাল পেমেন্ট অ্যাপটি।

আজই ভারতের বাজারে এসেছে নতুন এই ডিজিটাল পেমেন্ট অ্যাপটি।

আজই ভারতের বাজারে এসেছে নতুন এই ডিজিটাল পেমেন্ট অ্যাপটি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৭ ১৮:১৪
Share: Save:

এত দিন ভারতে ডিজিটাল পেমেন্টের বাজার কাঁপাত পেটিএম। একছত্র আধিপত্যে তারাই ছিল এক নম্বরে। এ বার পেটিএম-কে টেক্কা দিতে নতুন অ্যাপ আনল গুগল। সম্প্রতি ভারতের বাজারে এসেছে গুগল তেজ নামে নতুন এই ডিজিটাল পেমেন্ট অ্যাপটি।

আরও পড়ুন: অভিধানে থাকা এই শব্দগুলো আদৌ ইংরেজি নয়

কী এই গুগল তেজ? দেখে নেওয়া যাক এক নজরে—

• আজই ভারতে পা রেখেছে গুগল তেজ।

• অ্যান্ড্রয়েড ও আইওএস গ্রাহকরা ব্যবহার করতে পারবে এই অ্যাপ।

• গুগল অ্যাপের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক করালেই সরাসরি টাকা ট্রান্সফার করা যাবে এই অ্যাপ থেকে।

• মোট আটটি ভারতীয় ভাষা সাপোর্ট করবে অ্যাপটি।

• ইংরেজি, হিন্দি, বাংলা, গুজরাতি, কানাড়া, তামিল, তেলুগু ভাষা সাপোর্ট করবে গুগল তেজ অ্যাপটি।

• অ্যাপটি ব্যবহার করতে গেলে দরকার হবে গুগল পিন-এর।

• এরই মধ্যে অ্যাক্সিস, এইচডিএফসি, আইসিআইসিআই এবং স্টেট ব্যাঙ্কের সঙ্গে জুটি বেঁধেছে গুগল তেজ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE