Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Business News

আমদানি শুল্কের দ্বিগুণ বৃদ্ধি, ফ্রিজ, এসি সহ বাড়তে পারে প্লেন ভাড়া

এক ধাক্কায় ১৯টি পণ্যের আমদানি শুল্ক দ্বিগুণ বাড়িয়ে ২০ শতাংশ করল কেন্দ্রীয় সরকার। আর সেই ১৯টি পণ্যের তালিকায় রয়েছে এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, বিমানের জ্বালানি-সহ আরও বেশ কয়েকটি পণ্য।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮ ১৩:৩০
Share: Save:

এক ধাক্কায় ১৯টি পণ্যের আমদানি শুল্ক দ্বিগুণ বাড়িয়ে ২০ শতাংশ করল কেন্দ্রীয় সরকার। আর সেই ১৯টি পণ্যের তালিকায় রয়েছে এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, বিমানের জ্বালানি-সহ আরও বেশ কয়েকটি পণ্য।

অর্থমন্ত্রকের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ২৬ সেপ্টেম্বর মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে আমদানি শুল্কের নতুন হার। ২০১৭-২০১৮ অর্থবর্ষে এই পণ্যগুলির আমদানি করতে ৮৬,০০০ কোটি টাকা খরচ হয়েছিল বলে জানা গিয়েছে অর্থমন্ত্রক সূত্রে। মূলত চলতি অর্থবর্ষে ঘাটতি কমাতে এবং নির্দিষ্ট কিছু পণ্যের আমদানি আটকাতেই শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থমন্ত্রকের তরফে।

তবে এসি বা ফ্রিজ ছাড়াও ওই তালিকায় রয়েছে, অডিয়ো স্পিকার, গাড়ির রেডিয়াল টায়ার, গয়না, রান্না ও খাবার টেবিলের সরঞ্জাম, নানান ধরনের প্লাস্টিকজাত সামগ্রী, স্যুটকেস ইত্যাদিরও আমদানি শুল্ক বাড়ানো হয়েছে।

বিমানের জ্বালানির আমদানি শুল্ক বাড়ানো হয়েছে ৫ শতাংশ। যার কারণে বাড়তে পারে ফ্লাইটের ভাড়া। ১০ শতাংশ শুল্ক বৃদ্ধির সঙ্গে দাম বাড়তে চলেছে এসি, ওয়াশিং মেশিন এবং ফ্রিজেরও। অডিয়ো স্পিকার এবং বিদেশি জুতোর আমদানি শুল্ক বৃদ্ধি হয়েছে ৫ শতাংশ। বেশ কিছু গয়নার আমদানি শুল্কও আড়াই শতাংশ বাড়ানো হয়েছে।

আরও পড়ুন: আমদানিতে রাশ নয়, পরামর্শ সোনা জমার

আরও পড়ুন: তেল কেনা কমাতে চাইছে শোধনাগার

(মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, পেট্রোপণ্যের দাম বৃদ্ধি - অর্থনীতির সব খবর বাংলায় পেয়ে যান আমাদের ব্যবসা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE