Advertisement
২০ এপ্রিল ২০২৪
Scooty

কলকাতার বাজারে এল হিরোর ডেস্টিনি স্কুটার

১২৫ সিসি ইঞ্জিনের স্কুটারের বাজারে আধিপত্য বিস্তার করতেই ডেস্টিনিকে বাজারে এনেছে হিরো।

কলকাতার বাজারে এসে গেছে ১২৫ সিসি ইঞ্জিনের হিরো ডেস্টিনি। ছবি হিরোর ওয়েবসাইট থেকে সংগৃহীত।

কলকাতার বাজারে এসে গেছে ১২৫ সিসি ইঞ্জিনের হিরো ডেস্টিনি। ছবি হিরোর ওয়েবসাইট থেকে সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৮ ১৩:৪৫
Share: Save:

পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম টু-হুইলার প্রস্তুতকারক সংস্থা হিরো মোটোকর্প নিয়ে এল তাদের নতুন স্কুটার। গত সোমবার এক অনুষ্ঠানের মাধ্যমে কলকাতার শোরুমে জায়গা করে নিল বাইকটি। ১২৫ সিসি ইঞ্জিনের হিরোর ওই গাড়ির নাম ডেস্টিনি ১২৫ স্কুটার।

৩ ডিসেম্বর কলকাতায় এই টু-হুইলার লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের অভিনেত্রী অরুণিমা ঘোষ ও হিরো মোটোকর্পের সিনিয়র এরিয়া ম্যানেজার ঘনশ্যাম বাগরা।

১২৫ সিসি ইঞ্জিনের স্কুটারের বাজারে আধিপত্য বিস্তার করতেই ডেস্টিনিকে বাজারে এনেছে হিরো। উন্নত প্রযুক্তির স্টাইলিশ এই স্কুটারটির দামও সবার কথা ভেবেই ঠিক করা হয়েছে। কলকাতায় ৫৬ হাজার ৯৫০ টাকা খরচ করে কিনতে পারবেন এই বাইক।

আরও পড়ুন: ডিসেম্বরে লাগাতার বন্ধ থাকবে ব্যাঙ্ক, জেনে নিন কবে

ডেস্টিনির কার্যকরী স্টার্ট-স্টপ সিস্টেমটি তৈরি করা হয়েছে যুগান্তকারী আইথ্রিএস প্রযুক্তিকে কাজে লাগিয়ে। পাশাপাশি এই স্কুটারের সবথেকে বড় আকর্ষণ পাওয়ারফুল রাইড।এর ১২৫ সিসির ইঞ্জিন ৬ হাজার ৭৫০ আরপিএমে ৮.৭ বিএইচপি পাওয়ার আউটপুট দেবে। এর ইঞ্জিন সর্বোচ্চ ৫ হাজার আরপিএমে ১০.২ এনএমটর্ক তৈরিতে সক্ষম। বাজারে চলমান হিরোর ১১০ সিসির ইঞ্জিনের স্কুটারের থেকে ডেস্টিনির ইঞ্জিন ১৭ শতাংশ বেশি টর্ক উত্পাদনে সক্ষম। এর পাওয়ারও ১১০ সিসি ইঞ্জিনের থেকে প্রায় ৯ শতাংশ বেশি।

অ্যানালগ ও ডিজিটাল স্পিডোমিটারের পাশাপাশি সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর এই স্কুটারের শোভা অনেকটাই বাড়িয়েছে।

এই স্কুটারের বড় আকর্ষণ চার্জিং পোর্ট ও বুট লাইট। তাছাড়া রিমোটের মাধ্যমেও নিয়ন্ত্রণ করা যাবে এই স্কুটারের কিছু ফিচার।

নোবেল রেড, চেস্টনাট ব্রোঞ্জ, প্যান্থার ব্ল্যাক এবং পার্ল সিলভার হোয়াইট- এই চারটি রঙের স্কুটার পাওয়া যাবে কলকাতার বাজারে।

আরও পড়ুন: আটকে দেখাক, হুঁশিয়ারি ইরানের

(গাড়ি থেকে বাড়ি, সোনা থেকে শেয়ার, বিমা থেকে মিউচুয়াল ফান্ড - বিনিয়োগের সাতকাহন আমাদেরব্যবসাবিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Auto Hero Destini 125 125cc Scooty
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE